Robbery in School: শীতের রাতে স্কুলে নিশি কুটুম্বের হানা! গুরুত্বপূর্ণ নথিও উধাও, টের পেল না কেয়ারটেকার, সোনারপুরে চাঞ্চল্য

Last Updated:

South 24 Parganas School Robbery: সোনারপুরের লাঙ্গলবেড়িয়ায় একটি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অফিস রুমের আলমারিতে রাখা প্রায় ১২ হাজার নগদ টাকা-সহ স্কুলের কিছু গুরুত্বপূর্ণ নথিও নিয়ে পালিয়েছে চোর।

সোনারপুরের লাঙ্গলবেড়িয়া স্কুলে চুরি
সোনারপুরের লাঙ্গলবেড়িয়া স্কুলে চুরি
সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: সোনারপুরের লাঙ্গলবেড়িয়ায় একটি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে লাঙ্গলবেড়িয়া সুরথ স্মৃতি বিদ্যালয়ে। জানা গিয়েছে, দুষ্কৃতীরা স্কুলের গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে। এরপর একাধিক রুমের তালা ভেঙে আলমারি তছনছ করে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, আলমারিতে রাখা প্রায় ১২ হাজার নগদ টাকা চুরি গিয়েছে। পাশাপাশি স্কুলের কিছু গুরুত্বপূর্ণ নথিও উধাও। এছাড়া বিদ্যালয়ে লাগানো সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যদিও স্বস্তির বিষয়, চুরি হলেও কোনও অ্যাকাডেমিক কাগজপত্র চুরি বা নষ্ট করা হয়নি।
আরও পড়ুনঃ অবশেষে সংরক্ষণের ছোঁয়া! হেরিটেজ তকমায় সেজে উঠবে রাসবিহারী ঘোষের পৈতৃক ভিটে, প্রথম সমীক্ষা সম্পন্ন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার মাইতি জানান, স্কুলে একজন কেয়ারটেকার থাকেন। এদিন সকালে তিনি ফোন করে জানান অফিস রুম-সহ একাধিক রুমের তালা ভাঙা অবস্থায় রয়েছে। স্টাফরুম, অফিস রুম ও প্রধান শিক্ষকের ঘরের তালা ভাঙা হয়েছে এবং আলমারি ভেঙে ফেলা হয়েছে। বিদ্যালয় জুড়ে মোট ৩২টি সিসিটিভি ক্যামেরা থাকলেও দু’টি হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রধান শিক্ষক আরও জানান, স্কুলের সামনে হাই মাস্ট লাইট ও রাতে নিরাপত্তার জন্য নাইট গার্ডের প্রয়োজন রয়েছে। মানুষের সহযোগিতায় বিদ্যালয়ের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। এই চুরির ঘটনায় তারা সমস্যায় পড়েছেন। তবে সম্প্রতি ভর্তির টাকা ব্যাঙ্কে জমা দেওয়ায় বড়সড় ক্ষতি থেকে কিছুটা রক্ষা পাওয়া গিয়েছে। এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Robbery in School: শীতের রাতে স্কুলে নিশি কুটুম্বের হানা! গুরুত্বপূর্ণ নথিও উধাও, টের পেল না কেয়ারটেকার, সোনারপুরে চাঞ্চল্য