TRENDING:

North Dinajpur News: পুজোর আগেই বড় সুখবর! যাত্রীদের সুবিধার জন্য কাজ শুরু করে দিল রেলমন্ত্রক

Last Updated:

North Dinajpur News: প্রখর রোদ কিংবা ঝড় বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।দুর্যোগের মধ্যেই বিনা শেডে ট্রেন ধরার জন্য অপেক্ষা করেন সকলেই। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: পুজোর আগে খুশির খবর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বাসিন্দা ও রেল যাত্রীদের। তৎপরতার সাথে চলছে রায়গঞ্জ স্টেশনের মান উন্নয়নের কাজ। যার মধ্যে উল্লেখযোগ্য অতিরিক্ত যাত্রী শেডের নির্মাণ। কেননা সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বেড়েছে ফলে বহু মানুষ রায়গঞ্জ স্টেশনে আসেন ট্রেন ধরার জন্য। বর্তমানে দূর পাল্লার ট্রেন গুলি এসে দাঁড়ায় ২ নম্বর প্লাটফর্মে সেখানে পর্যাপ্ত শেড না থাকার দরুন চরম সমস্যায় পড়তে হয় যাত্রীদের।
advertisement

প্রখর রোদ কিংবা ঝড় বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। দুর্যোগের মধ্যেই বিনা শেডে ট্রেন ধরার জন্য অপেক্ষা করেন সকলেই। দুই নম্বর প্ল্যাটফর্ম এর পাশাপাশি এক নম্বরে নেই পর্যাপ্ত শেড।ফলে সেখানেও একই সমস্যা । তাই দ্রুত দুটি প্ল্যাটফর্মেই যাত্রী শেড বানানোর দাবি উঠেছে সাধারণ মানুষদের কাছ থেকে। সেই অনুসারে ভারত সরকারের রেল মন্ত্রক সেই কাজ তৈরির সিদ্ধান্ত নেয়।রায়গঞ্জে রেলস্টেশনের মাস্টার রাজু কুমার জানান, যাত্রী সাধারণের সমস্যার কথা মাথায় রেখে বর্তমানে দুটি প্ল্যাটফর্ম মিলিয়ে চারটি অত্যাধুনিক যাত্রী শেড নির্মাণ করা হচ্ছে। এরই পাশাপাশি এক নম্বর প্লাটফর্ম সম্প্রসারণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?

View More

আরও পড়ুন-হাওয়ায় উড়ে গেল মিনি ড্রেস! ফের ট্রোলড শ্রাবন্তী, শেষমেশ যা করলেন, ভিডিও ভাইরাল

এই প্লাটফর্মটি সম্প্রসারিত হলে দূরপাল্লার ট্রেনগুলি এই প্লাটফর্ম গুলিতে দাঁড়াবে। নম্বর প্লাটফর্মে তৈরি হচ্ছে শৌচালয়। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতুল বন্ধু লাহিড়ী বলেন , এতদিন রায়গঞ্জ রেল স্টেশনে সিঙ্গেল শেড ছিল। তাই শেড বাড়ানোর জন্য তারা একাধিকবার দাবি জানিয়েছেন। রেল সেই দাবি মেনে তৎপরতার সাথে সেই কাজ করছে। যার জন্য রেলমন্ত্রকে ধন্যবাদ জানান তিনি। পুজোর আগেই প্ল্যাটফর্মে যাত্রী শেড তৈরির কাজ শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নলেন গুড় প্রেমীদের জন্য খারাপ খবর! কার্তিকেও অধরা খেজুর রস, অপেক্ষা করতে হবে আর কত দিন?
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: পুজোর আগেই বড় সুখবর! যাত্রীদের সুবিধার জন্য কাজ শুরু করে দিল রেলমন্ত্রক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল