News Today Live : মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। ইতিমধ্যেই ‘ফ্রিজ’ হয়েছে ভোটারতালিকা। পাশাপাশি, ‘সিভিয়ার সাইক্লোন’ বা ‘প্রবল ঘূর্ণিঝড়’-এ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড়, অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই আছড়ে পড়বে কলিঙ্গপত্তনম থেকে মছলিপত্তনমের মাঝে কাকিনাড়া বন্দরের কাছে। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে সর্বোচ্চ ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই দিঘায় শুরু হয়েছে তুমুল ঝড়-বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর আর কী কী ঘটবে? একনজরে দেখে নিন
অভিষেকের নিশানায় নির্বাচন কমিশন। বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন বলে কটাক্ষ। অভিষেকের কথায়, ” এসআইআর-এর নামে মানুষের অধিকার কাড়া যাবে না। SIR করে ভোটারতালিকা ত্রুটিমুক্ত করা উদ্দেশ্য নয়। উৎসবের মরশুমে SIR ঘোষণা করেছে। আমাদের কথায় এটা রিভিশন নয়, এটা মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা। নাম বাদ দেওয়ার চেষ্টা। আগে ভোটার-রা সরকার নির্বাচিত করত। এখন সরকার ভোটার বাছাই করছে পছন্দমতো। ২০০২-এর SIR-এর সময় লেগেছিল দুই বছর। এখন বলছে, দুই মাসে শেষ করবে। আগামী বছর যে-সব রাজ্যে ভোট আছে, সেখানে কৌশলে অসমকে বাদ দিয়েছে। বিজেপি ক্ষমতায় আছে সেখানে। তাই সেখানে SIR নয়। যদিও বাংলায় হবে। তাহলে এক দেশ এক নির্বাচনের গল্প কেন? কমিশনের কোন নিয়মে লেখা আছে, এক রাজ্যে SIR হবে না, অন্য রাজ্যে হবে? এর উত্তর কমিশন দিতে পারেনি।”
কেন্দ্রীয় মন্ত্রিসভার ‘গ্রিন সিগন্যাল’ পেল অষ্টম পে কমিশন। মঙ্গলবারই অষ্টম পে কমিশন-এর শর্তাবলী বা টার্মস অফ রেফারেন্স অনুমোদিত হয়েছে। এর ফলে, প্রায় ৫০ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন বাড়তে চলেছে। কমিশনের চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক রঞ্জনা প্রকাশ দেসাই।তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বিবৃতিতে জানান, অষ্টম বেতন কমিশন ১৮ মাসের মধ্যে তার সুপারিশ জমা দেবে এবং তা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
‘NRC আতঙ্ক’-এ ‘আত্মঘাতী’,আগরপাড়ার ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার। দেহের পাশ থেকে উদ্ধার মৃতের ডায়েরি। ডায়েরিতে লেখা মৃত্যুর জন্য NRC দায়ি।এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” বছরের পর বছর ধরে বিজেপি এনআরসি-র হুমকি দিয়ে নিরীহ নাগরিকদের উপর নির্যাতন চালিয়েছে, মিথ্যা ছড়িয়েছে, আতঙ্ক ছড়িয়েছে এবং ভোটের জন্য নিরাপত্তাহীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তারা সাংবিধানিক গণতন্ত্রকে ভয়ের এক রঙ্গমঞ্চে পরিণত করেছে, যেখানে মানুষকে তাদের অস্তিত্বের অধিকার নিয়ে সন্দেহ করতে বাধ্য করা হচ্ছে। যাঁরা দিল্লিতে বসে জাতীয়তাবাদের প্রচার করেন, তাঁরা সাধারণ ভারতীয়দের এমন হতাশার দিকে ঠেলে দিয়েছেন যে, তাঁরা তাদের নিজের দেশেই মারা যাচ্ছেন, এই ভয়ে যে তাঁদের ‘বিদেশী’ ঘোষণা করা হবে। আমি দাবি করছি,কেন্দ্রীয় সরকার এই নির্মম খেলা চিরতরে বন্ধ করুক। বাংলা কখনওই এনআরসি-র অনুমতি দেবে না। বাংলা প্রতিরোধ করবে, বাংলা রক্ষা করবে এবং বাংলা জয়ী হবে।”
দিল্লিতে বায়ুদূষণ রুখতে ঐতিহাসিক পদক্ষেপ! কৃত্রিম বৃষ্টিপাতের জন্য উত্তর দিল্লির আকাশে ক্লাউড সিডিং-এর প্রক্রিয়া শেষ হয়েছে। প্রথম ক্লাউড সিডিংয়ের আধ থেকে এক ঘণ্টার মধ্যে কৃত্রিম বৃষ্টিপাত হতে পারে। রাজধানীতে ক্রমেই বাড়ছে বায়ুদূষণ। প্রতি বছর দীপাবলির পর শীতের শুরুর দিকে দিল্লির বাতাসে দূষণের মাত্রা ভয়ঙ্কর হারে বেড়ে যায়। সেই পরিস্থিতিr মোকাবিলায় কৃত্রিমভাবে বৃষ্টি ঘটিয়ে বাতাসের মান উন্নত করার লক্ষ্যেই সরকারের এই পদক্ষেপ।
৬ নভেম্বর থেকে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। ২০ টি সিনেমা হলে দেখানো হবে ছবি। উৎসব শুরু হবে সপ্তপদী-র স্ক্রিনিং দিয়ে।
গলায় ধারাল অস্ত্রের কোপে মৃত্যু পুরুলিয়ার বাসিন্দার। পুরুলিয়ার ১৬ নম্বর ওয়ার্ডের ধবঘাটা এলাকার বছর ৪২-এর সন্ন্যাসী বাউরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান, সন্ন্যাসী বাউরীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সন্ন্যাসী বাউরি নিজেই গলায় ছুরির কোপ বসিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে পৌঁছায় সদর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ফুঁসছে ‘মন্থা’, ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই তুমুল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে দিঘায়। প্রশাসনের পক্ষ থেকে চলছে সতর্কতা, মাইকিং। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই, ঘুর্ণিঝড় মন্থার প্রভাবে উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভনা রয়েছে। সেইমতোই সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল দিঘার আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে সৈকত শহরে।
একশো দিনে কেন্দ্রের ধাক্কা! সোমবার কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করতে হবে কেন্দ্রকে। এই প্রকল্পের জন্য টাকাও মঞ্জুর করতে হবে তাদের। গত ১ অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করতে বলেছিল হাই কোর্ট। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিল কেন্দ্র। সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রের আর্জি খারিজ করে দিয়ে হাই কোর্টের রায় বহাল থাকার কথা জানায়। ১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টের রায় পক্ষে যেতেই এবার বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের দ্বারস্থ রাজ্য। বকেয়া মজুরি-সহ ১০০ দিনের কাজ নিয়ে একাধিক অভিযোগ তুলে হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলা এখনও চলছে উচ্চ আদালতে। মঙ্গলবার এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি চেয়ে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য। আগামী ৭ নভেম্বর এই মামলাগুলির শুনানি হতে পারে।
দিল্লি বিমানবন্দরের টার্মিনাল থ্রি-তে এয়ার ইন্ডিয়ার বাসে দাউদাউ আগুন। এয়ার ইন্ডিয়া বিমানের খুব কাছেই আগুন ধরে যায় বাসে। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ইঞ্জিন। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সূত্রের খবর, বাসে কোনও যাত্রী ছিল না।
সোমবার কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করতে হবে কেন্দ্রকে। এই প্রকল্পের জন্য টাকাও মঞ্জুর করতে হবে তাদের। গত ১ অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করতে বলেছিল হাই কোর্ট। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিল কেন্দ্র। সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রের আর্জি খারিজ করে দিয়ে হাই কোর্টের রায় বহাল থাকার কথা জানায়। এই প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনে জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, ”সুপ্রিম কোর্টের রায় বাংলার জয়। বিজেপি বাংলায় বারংবার পরাজিত হয়েছে, তাই দরিদ্র মানুষের উপর বদলা নিয়েছে। তিন বছর ধরে ১০০ দিনের টাকা আটকে। এই ১০০ দিনের কাজ মূলত দরিদ্র পরিবারের লোকেরা করে। বাংলার মানুষকে তারা বঞ্চিত করেছে! বাংলার মানুষ ২০২৬-এ ব্যালট বাক্সে এর জবাব দেবে।”
রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদার ভাষায়, ” দিল্লি যাওয়ার দিন ঠিক হল, কিন্তু ট্রেন বাতিল করে দেওয়া হল। আমরা ২ ঘণ্টা ধরে কেন্দ্রীয় মন্ত্রীর দফতরে বসেছিলাম, কিন্তু মন্ত্রী পিছনের দরজা দিয়ে পালিয়ে গেল। আমাদের সঙ্গে ছিল ১০০ দিনের সেই খেটে খাওয়া মানুষেরা। আমাদের পরে দিল্লি পুলিশ আটক করে নিয়ে গেল। সুপ্রিম কোর্টের রায় বাংলার সেই সব মানুষের চোখের জলের জয় যাঁরা তিন বছর ধরে টাকা পায়নি।”
একশো দিনে কেন্দ্রের ধাক্কা! জেলায়-জেলায় জোরাল প্রচারের নির্দেশ তৃণমূলের! ১০০ দিনের কাজে টাকা না পাওয়া নিয়ে বড়সড় প্রচারে তৃণমূল কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বলেন, ”আমাদের বড় জয়। সোমবার সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। বকেয়া টাকা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে, তা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী এই বিষয়ে বারংবার চিঠি লিখেছেন, কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের আন্দোলন দমানো যায়নি। মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে বকেয়া টাকা দেয় ১০০ দিনের শ্রমিকদের। উপর দিকে আইনি লড়াই চলছিল। ৬ হাজার ৯১৯ কোটি টাকা বকেয়া। ৩ বছর শ্রম দিবসের অনুমোদন দেয়নি, ফলে ১০০ দিনের শ্রমিকরা বঞ্চিত হয়েছে। সেই বকেয়া ৫০ হাজার ৩৪৪ কোটি টাকা। ১৯ টি জেলায় ১৪ টি কেন্দ্রীয় টিম ৩৩ টি ন্যাশনাল টিম মনিটরিং করেছে। কেন্দ্রীয় টিমের নির্দেশ ৭৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৭১ কোটি টাকা অপব্যবহারের দায়ে গুজরাতের মন্ত্রীর ছেলে জেলে। উত্তরপ্রদেশে প্রায় ৪৯ কোটি টাকা ২১-২৪ পর্যন্ত অপব্যাবহার হয়েছে। ১৭ কোটি ৭৬ লক্ষ টাকা অপব্যাবহার হয়েছে বিহারে। মহারাষ্ট্রে সেই অঙ্কটা ১৫ কোটি ২০ লক্ষ টাকা।”
মুর্শিদাবাদের সালারে মর্মান্তিক ঘটনা! এক ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বেধড়ক মারধর, তার পরেই পড়ে গিয়ে মৃত্যু হয় ব্যক্তির! ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত লাইব্রেরি পাড়া এলাকার। মঙ্গলবার সকালে ফিরোজ শেখ নামের সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চা চাইতে গেলে তাঁকে মারধর করা হয়, যা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। মারধরের পরেই পড়ে যায় ফিরোজ, মৃত্যু হয় তাঁর। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় বাবলু মিঞা নামে এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আবারও পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ সিং ও তাঁর পুত্র শিবম। এ বার তাঁদের বিরুদ্ধে অভিযোগ কসবার একটি আবাসনে ঢুকে ‘তাণ্ডব’ চালানোর। সোমবার রাতে দু’জনকে গ্রেফতার করা হয়। এবার রাকেশ সিং-এর মেয়ের পাল্টা অভিযোগে গ্রেফতার হল সপ্তর্ষি খাঁ। শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ, রাকেশ সিং ও তাঁর ছেলে একটি আবাসনে ঢুকে তুমুল ঝামেলা শুরু করেন। ওই আবাসনের ঢুকে তাঁরা মারধর করেন বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পরেই ওই আবাসনের আক্রান্ত ব্যক্তিরা তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করে। স্থানীয় থানা সূত্রে খবর, রাকেশ ও তাঁর পুত্রও পাল্টা অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয়, কিছু দিন আগে কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা চালানোর ঘটনায়-ও রাকেশ ও শিবমের নাম উঠে এসেছিল।
ফের শ্লীলতাহানির ঘটনায় নাম জড়াল পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে অভিযুক্ত নাসির খানের! অভিযোগ, রেস্তোরাঁয় নাসির খান এক মহিলার শ্লীলতাহানি করে! তার সঙ্গে ছিল জুনেদ খান নামে আরও এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়িক লেনদেনের জন্য ওই রেস্তোরাঁয় এসেছিল এক জুটি। তাঁরা নাসির খানের সঙ্গে এক টেবিলেই বসেছিলেন। কোনও কারণে নাসির খানদের সঙ্গে তাঁদের বচসা বাঁধে। মহিলা নাসির খান এবং জুনেদ খানের বিরুদ্ধে সাউথ থানায় অভিযোগ দায়ের করেন।
রামপুরহাটে ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ১০ দিনে চার্জশিট জমা করেছিল পুলিশ, মঙ্গলবার সেই মামলার চার্জ গঠন হবে রামপুরহাট মহকুমা আদালতে। অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে পেশ করা হয়েছে রামপুরহাট আদালতে। অভিযুক্তর দাবি, ” আমি নির্দোষ, কোর্টে প্রমাণ করব।” সপ্তম শ্রেণীর ছাত্রীকে টুকরো টুকরো করে খুনের ঘটনায় দেহ উদ্ধারের ১০ দিনের মাথায় ২৬ সেপ্টেম্বর শুক্রবার রামপুরহাট বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে ধর্ষণ ও খুন—দু’টি অভিযোগই আনা হয়েছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে। আদালত ২৮ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেছিল। গত ২৮ অগাস্ট টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি রামপুরহাটের সপ্তম শ্রেণীর ওই ছাত্রী। পরিবার অভিযোগ দায়ের করে থানায়। ২০ দিনের মাথায়, ১৬ সেপ্টেম্বর, কালিডাঙা গ্রামের কাছে জলাজমি থেকে উদ্ধার হয় ছাত্রীর পচাগলা দেহাংশ। ঘটনায় গ্রেফতার করা হয় স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষককে।