TRENDING:

রাস্তা নিয়ে হাজার অভিযোগ, এরই মাঝে উত্তর দিনাজপুরে বিরাট উদ্যোগ! আহ্লাদে আটখানা বাসিন্দারা

Last Updated:

বর্ষা এলেই দিকে দিকে রাস্তার বেহাল দশা নিয়ে হাজার হাজার অভিযোগ উঠতে দেখা যায়। তবে এসবের মাঝেই উত্তর দিনাজপুরে রাস্তা নিয়ে যা করলেন মন্ত্রী তাতে আহ্লাদে আটখানা এলাকার বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চঞ্চল মোদক, উত্তর দিনাজপুর: উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য দরকার উন্নতমানের রাস্তা। তবে সমস্ত জায়গায় উন্নতমানের রাস্তায় পৌঁছে দেওয়া সম্ভবপর হয়ে ওঠে না। আবার বর্ষা এলেই দিকে দিকে রাস্তার বেহাল দশা নিয়ে হাজার হাজার অভিযোগ উঠতে দেখা যায়। তবে এসবের মাঝেই উত্তর দিনাজপুরে রাস্তা নিয়ে যা করলেন মন্ত্রী তাতে আহ্লাদে আটখানা এলাকার বাসিন্দারা।
টোটো যাতায়াত
টোটো যাতায়াত
advertisement

উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের ঝলঝলি থেকে শোলপাড়া পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার রাস্তা বেহাল দশায় পড়েছিল ১৫ বছর ধরে। স্থানীয় বাসিন্দাদের এমনই দাবি। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম। কেননা এই রাস্তার উপর দিয়ে চারটি গ্রাম পঞ্চায়েতের ২৫ থেকে ৩০ হাজার মানুষ যাতায়াত করেন। স্বাভাবিকভাবেই দীর্ঘ ১৫ বছর ধরে রাস্তায় বেহাল অবস্থায় পড়ে থাকার কারণে চরম ভোগান্তির শিকার হতে হত বাসিন্দাদের।

advertisement

আরও পড়ুন: ৩০ হাতি একসঙ্গে ঢুকে পড়ল লোকালয়ে! ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা বাসিন্দাদের, কোথায় জানুন

রাস্তার এমন বেহাল পরিস্থিতি নিয়ে এলাকার বাসিন্দারা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর দারস্থ হন। গ্রামবাসীদের থেকে রাস্তার পরিস্থিতির কথা জেনে ওই রাস্তা সারানোর বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন তিনি। তবে উত্তর দিনাজপুরের ওই রাস্তা মেরামতির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অর্থ সাহায্য মেলেনি বলেই দাবি। আর এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের বরাদ্দ টাকা দিয়েই রাস্তা পুনরায় নির্মাণের বন্দোবস্ত করা হয়।

advertisement

আরও পড়ুন: সহজ হবে নেপাল-ভুটান ভ্রমণ? নতুন দিগন্ত খুলবে কৃষিকাজেও! শিলিগুড়িতে মিলনমেলা ঘিরে জাগছে নতুন আশা

উত্তর দিনাজপুরের ওই ১৫ কিলোমিটার রাস্তা পুনরায় নির্মাণের টাকা রাজ্য সরকার বরাদ্দ করতেই ঠিক পুজোর আগে শুরু হয় কাজ। আর পুজোর আগে এইভাবে রাস্তা পুনরায় নির্মাণের কাজ শুরু হওয়া দেখে স্বাভাবিকভাবেই আহ্লাদে আটখানা এলাকার বাসিন্দারা, ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী ও রাজ্য সরকারকে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রাস্তা নিয়ে হাজার অভিযোগ, এরই মাঝে উত্তর দিনাজপুরে বিরাট উদ্যোগ! আহ্লাদে আটখানা বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল