এসইউভি ব্যবহার করে পাচার! ভাইরাল ভিডিওতেই ফাঁস রহস্য, ধাওয়া করে ধরল পুলিশ

Last Updated:

SUV Cattle Theft Plan : রায়গঞ্জে গরু পাচারের বড়সড় ছক বানচাল করল জেলা পুলিশ। দামি গাড়ি ব্যবহার করে গরু চুরির অভিযোগ।

প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
চাকুলিয়া, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদক : রায়গঞ্জে গরু পাচারের বড়সড় ছক বানচাল করল জেলা পুলিশ। দামি গাড়ি ব্যবহার করে গরু চুরির অভিযোগ। যদিও তাদের পরিকল্পনা বামচাল করে দিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই দুষ্কৃতীকে। পাশাপাশি এই ঘটনায় উদ্ধার হয়েছে একটি গরুও।
কিন্তু কীভাবে ঘটল এমন? কীভাবেই বা পুলিশ ভেস্তে দিল পরিকল্পনা? পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে রায়গঞ্জ শহরের রাস্তায় ঘুরে বেড়ানো একটি গরুকে কিছু দুষ্কৃতী একটি এসইউভি গাড়িতে তুলে নিয়ে যায়। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরেই নড়েচড়ে বসে জেলা পুলিশ প্রশাসন।
আরও পড়ুন : মাস্টার প্ল্যান! অপুষ্টি আর ধারেকাছেও ঘেঁষতে পারবে না! নতুন এই উদ্যোগে পুষ্টিকর খাবার পাবে সব শিশু
এই ঘটনার পরেই দুষ্কৃতীদের খোঁজ শুরু করে দেয় পুলিশ। গোটা জেলাজুড়ে থানাগুলিকে সতর্ক করে দেওয়া হয়। এরপর চাকুলিয়া থানার পুলিশের সক্রিয় ভূমিকার ফলে মাঝরা এলাকায় সন্দেহজনক ওই গাড়িটিকে ধাওয়া করে আটক করে পুলিশ।
advertisement
advertisement
আটক করা গাড়িতে তল্লাশি চালিয়ে একটি গরু উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পুরো ঘটনার সঙ্গে আর কারা যুক্ত, সেই বিষয়টি নিয়েও তদন্ত চলছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এসইউভি ব্যবহার করে পাচার! ভাইরাল ভিডিওতেই ফাঁস রহস্য, ধাওয়া করে ধরল পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement