পশুপ্রেমী নবদিতা পোদ্দার জানিয়েছেন, এশিয়া মহাদেশের অন্যতম চারটি বিষাক্ত সাপের মধ্যে একটি হল ব্যান্ডেড ক্রেইট সাপ। তিনি জানান, রবিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে হঠাৎই তিনি শুনতে পান তাঁর বাড়ির আশেপাশের কুকুরগুলো অস্বাভাবিক চিৎকার করছে। যেন কিছু দেখে তারা। এরপর তিনি বাড়ি থেকে বেরিয়ে দেখেন, জঙ্গলের দিকে তাকিয়ে কুকুরগুলো ডাকছে। কাছে গিয়ে দেখলেন ব্যান্ডেড ক্রেইট সাপ। এরপর তিনি নিজের সরঞ্জাম এনে সাপটিকে উদ্ধার করেন। সেই রাতেই বন দফতরের হাতে সাপটি তুলে দেন তিনি।
advertisement
ব্যান্ডেড ক্রেইট সাপ মূলত ভারত, বাংলাদেশ, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। এর মধ্যে ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা ও বিহার রাজ্যে এই সাপের উপস্থিতি সবচেয়ে বেশি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Uttar Dinajpur,West Bengal
First Published :
October 27, 2025 12:06 PM IST
