Poisonous Snake: এশিয়ার অন্যতম বিষাক্ত সাপ! যার এক ছোবলেই ছবি, বসতি এলাকায় সেই বিরল ব্যান্ডেড ক্রেইটের দেখা, কী হল তারপর?

Last Updated:

Banded krait Snake Rescue: গভীর রাতে ইসলামপুর শহরের শান্তিনগর এলাকা থেকে উদ্ধার হল বিরল ও বিষাক্ত ব্যান্ডেড ক্রেইট সাপ।এশিয়া মহাদেশের অন্যতম চারটি বিষাক্ত সাপের মধ্যে একটি হল ব্যান্ডেড ক্রেইট সাপ। যার এক ছোবলেই মুহূর্তে প্রাণ যেতে বাধ্য।

বিরল ও বিষাক্ত ব্যান্ডেড ক্রেইট সাপ উদ্ধার
বিরল ও বিষাক্ত ব্যান্ডেড ক্রেইট সাপ উদ্ধার
ইসলামপুর, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদক: গভীর রাতে ইসলামপুর শহরের শান্তিনগর এলাকা থেকে উদ্ধার হল বিরল ও বিষাক্ত ব্যান্ডেড ক্রেইট সাপ (শাঁখামুটি)। যার এক ছোবলেই মুহূর্তে প্রাণ যেতে বাধ্য। জানা গিয়েছে, ইসলামপুর শহরের শান্তিনগরের বাসিন্দা তথা পশুপ্রেমী নবদিতা পোদ্দারের বাড়ির পাশ থেকে এই সাপটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপটিকে বন দফতরের হাতে তুলে দেন তিনি।
পশুপ্রেমী নবদিতা পোদ্দার জানিয়েছেন, এশিয়া মহাদেশের অন্যতম চারটি বিষাক্ত সাপের মধ্যে একটি হল ব্যান্ডেড ক্রেইট সাপ। তিনি জানান, রবিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে হঠাৎই তিনি শুনতে পান তাঁর বাড়ির আশেপাশের কুকুরগুলো অস্বাভাবিক চিৎকার করছে। যেন কিছু দেখে তারা। এরপর তিনি বাড়ি থেকে বেরিয়ে দেখেন, জঙ্গলের দিকে তাকিয়ে কুকুরগুলো ডাকছে। কাছে গিয়ে দেখলেন ব্যান্ডেড ক্রেইট সাপ। এরপর তিনি নিজের সরঞ্জাম এনে সাপটিকে উদ্ধার করেন। সেই রাতেই বন দফতরের হাতে সাপটি তুলে দেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ গোখরোর ছোবলও হজম করেছেন! সাপের বন্ধু, বীরভূমের গর্ব, বিষধরদের নিয়ে কুসংস্কারের বিরুদ্ধে লড়ছেন, চিনুন অমিতকে
ব্যান্ডেড ক্রেইট সাপ মূলত ভারত, বাংলাদেশ, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। এর মধ্যে ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা ও বিহার রাজ্যে এই সাপের উপস্থিতি সবচেয়ে বেশি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Poisonous Snake: এশিয়ার অন্যতম বিষাক্ত সাপ! যার এক ছোবলেই ছবি, বসতি এলাকায় সেই বিরল ব্যান্ডেড ক্রেইটের দেখা, কী হল তারপর?
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement