Srabanti Viral Video: হাওয়ায় উড়ে গেল মিনি ড্রেস! ফের ট্রোলড শ্রাবন্তী, শেষমেশ যা করলেন, ভিডিও ভাইরাল

Last Updated:

Srabanti Viral Video: সম্প্রতি সাগরপাড়ে বেড়াতে গিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ এবারও নয়া ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিলেন নায়িকা৷

কলকাতা: টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে দিনদিন যেন চর্চা বেড়েই চলছে৷ অভিনত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়। একের পর এক ছবি-ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবারও নয়া ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিলেন নায়িকা৷
সম্প্রতি সাগরপাড়ে বেড়াতে গিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। চারিদিকে বিপুল জলরাশির মধ্যে সমুদ্রের ধারে আপন মনে নাচ করছিলেন অভিনেত্রী৷ সেই ভিডিও নেটদুনিয়ায় পোস্ট করতেই চরম ভাইরাল৷ পাশাপাশি ধেয়ে আসে নেটিজেনদের কটাক্ষ৷
advertisement
advertisement
লাল টুকটুকে মিনি ড্রেস, সঙ্গে খোলা চুল, চোখে সানগ্লাস পরে শ্রাবন্তীর নাচ নিমেষে চোখ টেনেছে নেটিজেনদের৷ কিন্তু নাচতে গিয়েই বিপত্তি ঘটে৷ সমুদ্রের দমকা হাওয়ায় বারবার পোশাক উড়তে থাকে৷ সেই সময়েই পোশাক উপরে উঠতেই অভিনেত্রী সাদা শর্ট প্যান্ট নজরে পড়ে৷ শ্রাবন্তী হাত দিয়ে জামাটা ঠিকও করে নেন৷ তবে এই ভিডিও দেখে খোঁচা মারতে ছাড়েননি নেটিজেনরা৷
advertisement
কটাক্ষ করে একজন লেখেন, ড্রেসটা খুবই বড় হয়ে গিয়েছে৷ তবে কটাক্ষ যেমন এসেছে তেমনই শ্রাবন্তীর প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা৷ লাল ড্রেসে মোহময়ী শ্রাবন্তীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srabanti Viral Video: হাওয়ায় উড়ে গেল মিনি ড্রেস! ফের ট্রোলড শ্রাবন্তী, শেষমেশ যা করলেন, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement