আর ঘুরপথে, জল ডিঙিয়ে নয়, এবার স্যাট করে হবে যাতায়াত! ঝাঁ চকচকে নতুন সেতু পাচ্ছে 'এই' জেলা, জানুন বিস্তারিত

Last Updated:

আর ঘুরে ঘুরে অথবা নদীর জল ডিঙিয়ে নয়, এবার স্যাট করে যাওয়া যাবে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। কেননা জেলাবাসী এবার খুব তাড়াতাড়ি পেতে চলেছে একটি ঝাঁ চকচকে সেতু।

সেতু
সেতু
গোয়ালপোখর, উত্তর দিনাজপুর,  চঞ্চল মোদক: আর ঘুরে ঘুরে অথবা নদীর জল ডিঙিয়ে নয়, এবার স্যাট করে যাওয়া যাবে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। কেননা জেলাবাসী এবার খুব তাড়াতাড়ি পেতে চলেছে একটি ঝাঁ চকচকে সেতু। খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে গোয়ালপোখর এক নম্বর ব্লকের বোচাগাড়ি সেতু। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে প্রায় সাড়ে নয় কোটি টাকা ব্যয়ে সেতু ও এপ্রোচ রোডের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের বোচাগাড়ি এলাকায় বয়ে গেছে পিতানু নদী। এই নদীর উপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে গোয়ালপোখর ও চাকুলিয়া — দুটি বিধানসভার মানুষের যাতায়াত কার্যত বিচ্ছিন্ন ছিল। এমনকি এলাকার যুবক-যুবতীদের বিয়ের সম্বন্ধ পর্যন্ত ভেঙে যেত এই যোগাযোগ সমস্যার কারণে, অভিযোগ এলাকাবাসীর।
advertisement
advertisement
দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৭ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে প্রায় সাত কোটি টাকার প্রকল্পে সেতু নির্মাণের কাজ শুরু হয়। তবে সেতু তৈরি হলেও এপ্রোচ রোডের কাজ না হওয়ায় প্রায় ছয় বছর ধরে সেতুটি অচল অবস্থায় পড়ে ছিল। অবশেষে চলতি বছরের মার্চ মাসে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে আরও আড়াই কোটি টাকা ব্যয়ে এপ্রোচ রোডের কাজ শুরু হয় এবং অল্পদিনের মধ্যেই তা সম্পন্ন হয়েছে। আর তাতেই খুশি উত্তর দিনাজপুরের বাসিন্দারা।
advertisement
বর্তমানে বোচাগাড়ি সেতু উদ্বোধনের অপেক্ষায় গোটা এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ। সেতুর কাজ শেষ হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। এলাকাবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিনের দাবিপূরণে তাঁরা কৃতজ্ঞ রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক গোলাম রব্বানী প্রতি, যাঁর প্রচেষ্টায় অবশেষে স্বপ্নের বোচাগাড়ি সেতু বাস্তব রূপ পেল।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
আর ঘুরপথে, জল ডিঙিয়ে নয়, এবার স্যাট করে হবে যাতায়াত! ঝাঁ চকচকে নতুন সেতু পাচ্ছে 'এই' জেলা, জানুন বিস্তারিত
Next Article
advertisement
৪৮ বছরে প্রথম ভারতীয় 'মিসেস ইউনিভার্স ২০২৫'! বাকিদেরও স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছেন 'শেরি সিং'
৪৮ বছরে প্রথম ভারতীয় 'মিসেস ইউনিভার্স ২০২৫'! বাকিদেরও স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছেন শেরি
  • ৪৮ বছরে প্রথম ভারতীয় হিসেবে শেরি সিং মিসেস ইউনিভার্স ২০২৫-এর মুকুট জিতেছেন.

  • শেরি সিং ১২০ জনেরও বেশি নারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সম্মান অর্জন করেছেন.

  • শেরি সিং-এর ঐতিহাসিক জয় ভারতকে গর্বিত করেছে এবং নারীদের জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছে.

VIEW MORE
advertisement
advertisement