ছাগলের উপর শিয়ালের হানা, বাঁচাতে গিয়ে আহত হতেই রুদ্রমূর্তি মালিকের! শিয়ালকেই দড়ি বেঁধে ঘোরালেন গ্রাম, তারপর...

Last Updated:

ছাগলের উপর একটি শিয়াল আক্রমণ করে। বাধা দিতে গেলে শিয়ালটি তার হাতে কামড়ে দেয়। তারপরেই সে ওই শিয়ালটিকে বেঁধে গ্রামে নিয়ে আসেন।

+
শিয়ালের

শিয়ালের আক্রমণে আহত

ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: শিয়ালের আক্রমণে আহত এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝালদা বনাঞ্চলের খামার বিটের অন্তর্গত দাঁতিয়া গ্রামে। আহত ব্যক্তির নাম লংকেশ্বর মাহাত। বয়স আনুমানিক ৪৩ বছর।
সূত্র মারফত জানা গিয়েছে, জঙ্গল থেকে গবাদি পশু নিয়ে ফেরার সময় একটি শিয়াল লংকেশ্বর মাহাতোর ছাগলের উপর ঝাঁপিয়ে পড়ে। শিয়ালটিকে বাধা দিতে গেলে শিয়ালটি তাঁর হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর বন দফতর ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এ বিষয়ে আহত লঙ্কেশ্বর মাহাতো বলেন, হঠাৎ করেই তার ছাগলের উপর একটি শিয়াল আক্রমণ করে। বাধা দিতে গেলে শিয়ালটি তার হাতে কামড়ে দেয়। তারপরেই সে ওই শিয়ালটিকে বেঁধে গ্রামে নিয়ে আসেন। পরবর্তীতে শিয়ালটিকে ছেড়ে দেয় সে।
advertisement
advertisement
এ বিষয়ে প্রতিবেশি রাজেশ মাহাতো বলেন, যে ঘটনা ঘটেছে তা কখনও কাম্য নয়। পুরুলিয়ার ওই এলাকার বন দফতর যদি লঙ্কেশ্বর বাবুর সম্পূর্ণ চিকিৎসাভার নেন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করেন তাহলে অনেকটাই উপকৃত হবেন তিনি। বন দফতরের পক্ষ থেকে আহত লঙ্কেশ্বর মাহাতোর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে লংকেশ্বর মাহাতের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বনবিভাগ সূত্রে জানা গিয়েছে। ‌
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখনকার দিনে অধিকাংশ জায়গাতে শিয়াল দেখা না গেলেও পুরুলিয়ার মতো জেলার অনেক জায়গাতেই শিয়াল দেখা যায়। তবে আবার জঙ্গলে খাদ্যের অভাবের কারণে এই সব শিয়াল বাঁ অন্যান্য বন্যপ্রাণী অনেক সময় লোকালয়ে ঢুকে পড়ছে বলে মত পোষণ করেছেন বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছাগলের উপর শিয়ালের হানা, বাঁচাতে গিয়ে আহত হতেই রুদ্রমূর্তি মালিকের! শিয়ালকেই দড়ি বেঁধে ঘোরালেন গ্রাম, তারপর...
Next Article
advertisement
ক্ষতিগ্রস্ত হয়েছিল গরুমারা, জলদাপাড়ার বিস্তীর্ণ এলাকা! বিপর্যয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ডুয়ার্স
ক্ষতিগ্রস্ত হয়েছিল গরুমারা, জলদাপাড়ার বিস্তীর্ণ এলাকা! বিপর্যয়ের ধাক্কা সামলাচ্ছে ডুয়ার্স
  • ডুয়ার্সে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পায়, ভেঙে পড়ে কাঠের সেতু.

  • জলদাপাড়া অভয়ারণ্যের কিছু অংশ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে, ট্যুরিস্ট লজে থাকতে পারবেন.

  • সাত দিনের মধ্যে বিকল্প কাঠের সেতু নির্মাণ করা হয়েছে, অস্থায়ী সেতু দিয়ে যাতায়াত শুরু.

VIEW MORE
advertisement
advertisement