Shah Rukh Khan: শাহরুখের 'মন্নত' ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?

Last Updated:
Shah Rukh Khan: শাহরুখের মন্নত-এর বাইরে বিরাট সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, বলতে গেলে শাহরুখের বাংলো ঘিরে ফেলেছেন মুম্বই পুলিশ৷ গেটের সামনে চলছে বিরাট বিক্ষোভ৷ তবে কি বড় কোনও বিপাকে পড়লেন শাহরুখ?
1/6
শাহরুখের মন্নত দেখতে কত দূর থেকেই ভিড় জমান ভক্তরা৷ মুম্বইয়ে গেলে মন্নতের সামনে দাঁড়িয়ে একটা ছবি তোলা যেন মাস্ট৷ তবে এবার এই মন্নতের অন্য রূপ দেখে চমকে গেলেন অনুরাগীরা৷
শাহরুখের মন্নত দেখতে কত দূর থেকেই ভিড় জমান ভক্তরা৷ মুম্বইয়ে গেলে মন্নতের সামনে দাঁড়িয়ে একটা ছবি তোলা যেন মাস্ট৷ তবে এবার এই মন্নতের অন্য রূপ দেখে চমকে গেলেন অনুরাগীরা৷
advertisement
2/6
 শাহরুখের মন্নত-এর বাইরে বিরাট সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, বলতে গেলে শাহরুখের বাংলো ঘিরে ফেলেছেন মুম্বই পুলিশ৷ গেটের সামনে চলছে বিরাট বিক্ষোভ৷ তবে কি বড় কোনও বিপাকে পড়লেন শাহরুখ, খবর ছড়াতেই চিন্তা বাড়ছে ভক্তদের৷
শাহরুখের মন্নত-এর বাইরে বিরাট সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, বলতে গেলে শাহরুখের বাংলো ঘিরে ফেলেছেন মুম্বই পুলিশ৷ গেটের সামনে চলছে বিরাট বিক্ষোভ৷ তবে কি বড় কোনও বিপাকে পড়লেন শাহরুখ, খবর ছড়াতেই চিন্তা বাড়ছে ভক্তদের৷
advertisement
3/6
 আনটাচ ইউথ ফাউন্ডেশনের সদস্যরা প্ল্যাকার্ড হাতে জড়ো হয়েছেন মন্নতের বাইরে৷ তাঁরাই এই বিক্ষোভ দেখাচ্ছে৷ অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই একজোট হয়েছেন তাঁরা৷
আনটাচ ইউথ ফাউন্ডেশনের সদস্যরা প্ল্যাকার্ড হাতে জড়ো হয়েছেন মন্নতের বাইরে৷ তাঁরাই এই বিক্ষোভ দেখাচ্ছে৷ অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই একজোট হয়েছেন তাঁরা৷
advertisement
4/6
তাঁদের অভিযোগ, জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনগুলিতে যেইভাবে কাজ করছেন, তাতে যুব সমাজ ভুলপথে চালিত হচ্ছে৷ এ২৩ নামক একটি অনলাইন অ্যাপের মুখ শাহরুখ খান৷ এই অ্যাপের হয়ে হামেশাই প্রচার চালাতে দেখা গেছে কিং খানকে৷
তাঁদের অভিযোগ, জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনগুলিতে যেইভাবে কাজ করছেন, তাতে যুব সমাজ ভুলপথে চালিত হচ্ছে৷ এ২৩ নামক একটি অনলাইন অ্যাপের মুখ শাহরুখ খান৷ এই অ্যাপের হয়ে হামেশাই প্রচার চালাতে দেখা গেছে কিং খানকে৷
advertisement
5/6
 এই কারণের জন্যই শাহরুখের স্বপ্নের মন্নত-এ সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে আনটাচ ইউথ ফাউন্ডেশনের সদস্যরা৷ তারপরই পুলিশ তাদের এসে সেখান থেকে সরিয়ে দেন৷ ইতিমধ্যেই ৪-৫ জনকে গ্রেফতারও করা হয়েছে৷
এই কারণের জন্যই শাহরুখের স্বপ্নের মন্নত-এ সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে আনটাচ ইউথ ফাউন্ডেশনের সদস্যরা৷ তারপরই পুলিশ তাদের এসে সেখান থেকে সরিয়ে দেন৷ ইতিমধ্যেই ৪-৫ জনকে গ্রেফতারও করা হয়েছে৷
advertisement
6/6
 বিক্ষোভকারীদের সরিয়ে দিলেও চিন্তা কমছে না৷ আবারও যে কোনও সময় সমস্যা হতে পারে এই ভেবেই নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে৷ কড়া পুলিশি প্রহরা জারি রাখা হয়েছে মন্নতের সামনে৷ আর মাত্র কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে শাহরুখের 'জওয়ান', তার আগেই এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে ভক্তদের৷
বিক্ষোভকারীদের সরিয়ে দিলেও চিন্তা কমছে না৷ আবারও যে কোনও সময় সমস্যা হতে পারে এই ভেবেই নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে৷ কড়া পুলিশি প্রহরা জারি রাখা হয়েছে মন্নতের সামনে৷ আর মাত্র কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে শাহরুখের 'জওয়ান', তার আগেই এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে ভক্তদের৷
advertisement
advertisement
advertisement