TRENDING:

West Medinipur news: অসুস্থ বৃদ্ধা মাকে বাড়িতেই পিটিয়ে হত্যা? হাড়হিম দৃশ্য ভাইরাল হতেই যা ঘটল! গ্রেফতার ছেলে, বৌমা ও শাশুড়ি

Last Updated:

West Medinipur news: বাড়িতে অসুস্থ বৃদ্ধ মাকে পিটিয়ে মারার অভিযোগ, অসুস্থ মাকে মারধর করছে ছেলে বৌমা ভিডিও ভাইরাল।ঘটনায় গ্রেফতার করা হল তিনজনকে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: বাড়িতে অসুস্থ বৃদ্ধ মাকে পিটিয়ে মারার অভিযোগ, অসুস্থ মাকে মারধর করছে ছেলে বৌমা। মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে গেলেই পরে যায় শোরগোল। ঘটনায় গ্রেফতার করা হল তিনজনকে। নিজের মাকে নৃশংস মারধর করার এমনই হাড়হিম করা ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার তিয়োরবেড়িয়া গ্রামে পাইন পাড়ায়।
advertisement

ওই পাড়ার বাসিন্দা বাবলু পাইন, পেশায় একজন টোটো চালক, বছর ৬৭র বৃদ্ধা মা ডলি পাইন দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। অভিযোগ, তাঁর চিকিৎসা ও দেখভালের দায়িত্ব পালনের বিন্দুমাত্র ইচ্ছা ছিল না ছেলে বৌমার। তাই চলত প্রতিমুহূর্তেই অমানবিক নির্যাতন,গালি গালাজ-সহ মৃত্যু কামনা।

আরও পড়ুন: AC কোচে বসেছিলেন GRP কনস্টেবল…, ‘টিটি’ এসে জিজ্ঞাসা করলেন, ‘টিকিট কোথায়?’ উত্তর আসতেই ছুটল ঘাম!

advertisement

হামেশাই ছেলে বৌমা মিলে অসুস্থ বৃদ্ধা মাকে নির্মমভাবে লাথি, কিল, চড়, ঝাঁটা দিয়ে মারধর করত বলে অভিযোগ। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছেলে বাবলু পাইন মুখ ঢেকে অসুস্থ বৃদ্ধা মাকে মারতে মারতে স্ত্রীর কাছে ক্ষমা চাওয়াচ্ছেন, বৌমাও মারতে মারতে বলছে মর মর, আমাদের আর ভাল লাগছে না।

আরও পড়ুন: ভারতের ‘একমাত্র’ সাপমুক্ত রাজ্য কোনটি…? একটিও সাপ নেই এই জায়গায়! ‘নাম’ শুনলেই চমকাবেন!

advertisement

কিছুদিন আগে মৃত্যু হয় সেই বৃদ্ধ মায়ের। তারপরই ভাইরাল হয় ছেলে বৌমার মাকে মারধরের নৃশংস ভিডিও, ঘটনায় তিন জনকে গ্রেফতার করল দাসপুর থানার পুলিশ। ভিডিও ভাইরাল হতেই জানা গিয়েছে সব। মৃত্যুর ১৪ দিনের মাথায় গ্রেফতার অভিযুক্ত ছেলে বৌমা ও ছেলের শাশুড়ি।

আরও পড়ুন: ‘SIR’ নিয়ে তোলপাড় দেশ জুড়ে…! বিহারে শুরু, আসবে বাংলাতেও? কী এই ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’? কী কী নথি দেখাতে হবে? রইল বিস্তারিত

advertisement

বৌমা পম্পা পাইন, বৃদ্ধার ছেলে বাবলু পাইন ও ছেলের শাশুড়ি অঞ্জলি কোলেকে বৃহস্পতিবার দুপুরে দাসপুর থানার পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর ধৃতদের খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শুরুতে কোনও অভিযোগ দায়ের না হলেও পরে লিখিত অভিযোগ পেয়েই তৎপর হয় দাসপুর থানার পুলিশ এবং গ্রেফতার করা হয় এদের। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তিনজনকে এমনটাই পুলিশ সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: নিম্নচাপ-দুর্যোগ হুঁশিয়ারি বাংলায়…! কী হতে চলেছে আগামী ৪৮ ঘণ্টা? রাজ্যের কোন ৭ জেলাকে সতর্ক করল নবান্ন?

অসুস্থ অশীতিপর বৃদ্ধা ছেলে বৌমার নির্যাতন,মারধরের হাড় হিম করা ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় বয়ে যায় দাসপুর জুড়ে। অবশেষে পুলিশের হাতে ছেলে বৌমা গ্রেফতার হওয়ায় তাদের কঠোর শাস্তি হোক চাইছেন সকলে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মিজানুর রহমান 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur news: অসুস্থ বৃদ্ধা মাকে বাড়িতেই পিটিয়ে হত্যা? হাড়হিম দৃশ্য ভাইরাল হতেই যা ঘটল! গ্রেফতার ছেলে, বৌমা ও শাশুড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল