ভারতের 'একমাত্র' সাপমুক্ত রাজ্য কোনটি...? একটিও সাপ নেই এই জায়গায়! 'নাম' শুনলেই চমকাবেন!

Last Updated:
Snake Facts: ভারতের সবকটি রাজ্যের মধ্যেই কেরল হল সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। কিন্তু জানেন কি এই দেশেই এমন একটি রাজ্য রয়েছে যেখানে একটিও সাপ নেই! অর্থাৎ সাপমুক্ত কোন সেই অঞ্চল জানেন?
1/11
বর্ষাকাল মানেই সাপের মরশুম। গ্রামে গঞ্জে এই সময় সাপের উপদ্রব চরমে পৌঁছয়। বিশেষ করে আশেপাশে জলা জায়গা থাকলে বা ঝোপঝাড় থাকলে আতঙ্ক বাড়ে। সাপের কামড়ে মৃত্যুর সংখ্যাও দেশে এইসময় বাড়তে থাকে।
বর্ষাকাল মানেই সাপের মরশুম। গ্রামে গঞ্জে এই সময় সাপের উপদ্রব চরমে পৌঁছয়। বিশেষ করে আশেপাশে জলা জায়গা থাকলে বা ঝোপঝাড় থাকলে আতঙ্ক বাড়ে। সাপের কামড়ে মৃত্যুর সংখ্যাও দেশে এইসময় বাড়তে থাকে।
advertisement
2/11
সাপের কামড়ে প্রতিবছর বহু মানুষের মৃত্যু হয়। কেউটে থেকে কালাচ, চন্দ্রবোড়া থেকে গোখরো নানা ধরণের সাপের কামড়ে প্রভূত সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটে থাকে এই দেশে। গ্রীষ্ম ও বর্ষায় এই মহা-চারের ভয়ে কাঁটা হয়ে থাকে গ্রামবাংলা।
সাপের কামড়ে প্রতিবছর বহু মানুষের মৃত্যু হয়। কেউটে থেকে কালাচ, চন্দ্রবোড়া থেকে গোখরো নানা ধরণের সাপের কামড়ে প্রভূত সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটে থাকে এই দেশে। গ্রীষ্ম ও বর্ষায় এই মহা-চারের ভয়ে কাঁটা হয়ে থাকে গ্রামবাংলা।
advertisement
3/11
এর সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে ইয়েলো বেলি সি স্নেকের আতঙ্ক। দিঘায় সমুদ্র সৈকতে সম্প্রতি এই সাপ দেখা গিয়েছে, যা মূলত আরব সাগরের প্রজাতি। বিশেষজ্ঞদের মতে এই সাপ এই মহা-চার সাপের থেকেও ভয়ঙ্কর।
এর সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে ইয়েলো বেলি সি স্নেকের আতঙ্ক। দিঘায় সমুদ্র সৈকতে সম্প্রতি এই সাপ দেখা গিয়েছে, যা মূলত আরব সাগরের প্রজাতি। বিশেষজ্ঞদের মতে এই সাপ এই মহা-চার সাপের থেকেও ভয়ঙ্কর।
advertisement
4/11
ভারতে ৩৫০ টিরও বেশি প্রজাতির সাপ পাওয়া যায় এবং এই সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। pugdundeesafaris-এর একটি প্রতিবেদন অনুসারে, ভারতে পাওয়া সাপের মাত্র ১৭% বিষাক্ত বা বিষাক্ত।
ভারতে ৩৫০ টিরও বেশি প্রজাতির সাপ পাওয়া যায় এবং এই সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। pugdundeesafaris-এর একটি প্রতিবেদন অনুসারে, ভারতে পাওয়া সাপের মাত্র ১৭% বিষাক্ত বা বিষাক্ত।
advertisement
5/11
ভারতের সবকটি রাজ্যের মধ্যেই কেরল হল সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। কিন্তু জানেন কি এই দেশেই এমন একটি রাজ্য রয়েছে যেখানে একটিও সাপ নেই! অর্থাৎ সাপমুক্ত কোন সেই অঞ্চল জানেন?
ভারতের সবকটি রাজ্যের মধ্যেই কেরল হল সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। কিন্তু জানেন কি এই দেশেই এমন একটি রাজ্য রয়েছে যেখানে একটিও সাপ নেই! অর্থাৎ সাপমুক্ত কোন সেই অঞ্চল জানেন?
advertisement
6/11
আমরা জানি আমাদের দেশের একটি কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপ ৩৬টি ছোট দ্বীপ নিয়ে গঠিত। লাক্ষাদ্বীপের মোট জনসংখ্যা মাত্র ৬৪০০০। মোট ৩২ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই দ্বীপটি। লাক্ষাদ্বীপের জনসংখ্যার ৯৬% মুসলিম। বাকিরা হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের মানুষ এখানে বাস করে।
আমরা জানি আমাদের দেশের একটি কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপ ৩৬টি ছোট দ্বীপ নিয়ে গঠিত। লাক্ষাদ্বীপের মোট জনসংখ্যা মাত্র ৬৪০০০। মোট ৩২ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই দ্বীপটি। লাক্ষাদ্বীপের জনসংখ্যার ৯৬% মুসলিম। বাকিরা হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের মানুষ এখানে বাস করে।
advertisement
7/11
উল্লেখ্য, লাক্ষাদ্বীপে ৩৬টি দ্বীপ থাকলেও, এর মধ্যে মাত্র ১০টিতে মানুষ বাস করে। এর মধ্যে রয়েছে- কাভারত্তি, আগত্তি, আমিনী, কাদামত, কিলতান, চেতলাত, বিত্রা, আন্দোহ, কালপেনি এবং মিনিকয় দ্বীপ। মজার বিষয় হল অনেক দ্বীপে ১০০ জনেরও কম লোক বাস করে।
উল্লেখ্য, লাক্ষাদ্বীপে ৩৬টি দ্বীপ থাকলেও, এর মধ্যে মাত্র ১০টিতে মানুষ বাস করে। এর মধ্যে রয়েছে- কাভারত্তি, আগত্তি, আমিনী, কাদামত, কিলতান, চেতলাত, বিত্রা, আন্দোহ, কালপেনি এবং মিনিকয় দ্বীপ। মজার বিষয় হল অনেক দ্বীপে ১০০ জনেরও কম লোক বাস করে।
advertisement
8/11
আরও একটি বিষয় লাক্ষাদ্বীপকে বিশেষ করে তোলে। এটি দেশের একমাত্র রাজ্য যেখানে কোনও সাপ পাওয়া যায় না। লাক্ষাদ্বীপের উদ্ভিদ ও প্রাণীজগতের তথ্য অনুযায়ী, লাক্ষাদ্বীপ একটি সাপমুক্ত রাজ্য।
আরও একটি বিষয় লাক্ষাদ্বীপকে বিশেষ করে তোলে। এটি দেশের একমাত্র রাজ্য যেখানে কোনও সাপ পাওয়া যায় না। লাক্ষাদ্বীপের উদ্ভিদ ও প্রাণীজগতের তথ্য অনুযায়ী, লাক্ষাদ্বীপ একটি সাপমুক্ত রাজ্য।
advertisement
9/11
তবে শুধু সাপ নয়। লাক্ষাদ্বীপ এমন একটি জায়গা যেখানে কুকুরও দেখতে পাওয়া যায় না। লাক্ষাদ্বীপ প্রশাসন রাজ্যটিকে সাপ ও কুকুর মুক্ত রাখার জন্য নিরন্তর চেষ্টা করে আসছে।
তবে শুধু সাপ নয়। লাক্ষাদ্বীপ এমন একটি জায়গা যেখানে কুকুরও দেখতে পাওয়া যায় না। লাক্ষাদ্বীপ প্রশাসন রাজ্যটিকে সাপ ও কুকুর মুক্ত রাখার জন্য নিরন্তর চেষ্টা করে আসছে।
advertisement
10/11
একই ধারাবাহিকতায়, লাক্ষাদ্বীপে আসা পর্যটকদেরও কুকুর আনার অনুমতি নেই। কাকের মতো পাখি এখানে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, তাও বেশিরভাগই পিট্টি দ্বীপে, যেখানে একটি অভয়ারণ্যও রয়েছে।
একই ধারাবাহিকতায়, লাক্ষাদ্বীপে আসা পর্যটকদেরও কুকুর আনার অনুমতি নেই। কাকের মতো পাখি এখানে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, তাও বেশিরভাগই পিট্টি দ্বীপে, যেখানে একটি অভয়ারণ্যও রয়েছে।
advertisement
11/11
আরেকটি চমকপ্রদ বিষয় লাক্ষাদ্বীপকে অন্য সকল দ্বীপ থেকে আলাদা করে তোলে। এই দ্বীপে সিরেনিয়া বা 'সমুদ্র গরু' পাওয়া যায়, যা বিপন্ন এক প্রাণী।
আরেকটি চমকপ্রদ বিষয় লাক্ষাদ্বীপকে অন্য সকল দ্বীপ থেকে আলাদা করে তোলে। এই দ্বীপে সিরেনিয়া বা 'সমুদ্র গরু' পাওয়া যায়, যা বিপন্ন এক প্রাণী।
advertisement
advertisement
advertisement