'SIR' নিয়ে তোলপাড় দেশ জুড়ে...! বিহারে শুরু, আসবে বাংলাতেও? কী এই 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন'? কী কী নথি দেখাতে হবে? রইল বিস্তারিত

Last Updated:
SIR Electoral Process: বিহারে ইতিমধ্যেই ৫২ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের নামে আসলে তলে তলে NRC হচ্ছে বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। সেই নিয়ে সংসদে বিক্ষোভেও শামিল হয়েছেন বিরোধীরা। কিন্তু এই SIR আসলে কী? কোন কোন নথি না থাকলে পড়বেন বিপাকে? জানুন বিশদে।
1/17
নির্বাচনের মুখে ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু হয়েছে (Special Intensive Revision/SIR) বিহারে। শুধু বিহারেই নয়। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধন হবে বলে খবর। সেই নিয়ে কার্যত উত্তাল দেশ।
নির্বাচনের মুখে ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু হয়েছে (Special Intensive Revision/SIR) বিহারে। শুধু বিহারেই নয়। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধন হবে বলে খবর। সেই নিয়ে কার্যত উত্তাল দেশ।
advertisement
2/17
বিহারে ইতিমধ্যেই ৫২ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের নামে আসলে তলে তলে NRC হচ্ছে বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। সেই নিয়ে সংসদে বিক্ষোভেও শামিল হয়েছেন বিরোধীরা। কিন্তু এই SIR আসলে কী? কোন কোন নথি না থাকলে পড়বেন বিপাকে? জানুন বিশদে।
বিহারে ইতিমধ্যেই ৫২ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের নামে আসলে তলে তলে NRC হচ্ছে বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। সেই নিয়ে সংসদে বিক্ষোভেও শামিল হয়েছেন বিরোধীরা। কিন্তু এই SIR আসলে কী? কোন কোন নথি না থাকলে পড়বেন বিপাকে? জানুন বিশদে।
advertisement
3/17
Special Intensive Revision বা SIR আসলে কী?এই বছরই বিহারে হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটার তালিকার এই বিশেষ নিবিড় ও পুঙ্খানুপূর্ণ সংশোধন (SIR) শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ভোটারদের ঘরে ঘরে সার্ভে পরিচালনা করবে।
Special Intensive Revision বা SIR আসলে কী?
এই বছরই বিহারে হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটার তালিকার এই বিশেষ নিবিড় ও পুঙ্খানুপূর্ণ সংশোধন (SIR) শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ভোটারদের ঘরে ঘরে সার্ভে পরিচালনা করবে।
advertisement
4/17
এই পদ্ধতির সাহায্যে তালিকায় নতুন ভোটার যুক্ত করা হবে এবং একইসঙ্গে ভুয়ো ভোটার অপসারণের কাজ করা হবে বলেই জানাচ্ছে নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসাররা (BLO) সকল ভোটারের বৈধ নথিপত্র পরীক্ষা করবেন।
এই পদ্ধতির সাহায্যে তালিকায় নতুন ভোটার যুক্ত করা হবে এবং একইসঙ্গে ভুয়ো ভোটার অপসারণের কাজ করা হবে বলেই জানাচ্ছে নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসাররা (BLO) সকল ভোটারের বৈধ নথিপত্র পরীক্ষা করবেন।
advertisement
5/17
উপযুক্ত যাচাইয়ের পর ভোটার তালিকা আপডেট করা হবে। প্রায় ২২ বছর পর বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হচ্ছে। শেষবার এই কাজটি করা হয়েছিল ২০০৩ সালে। এমন পরিস্থিতিতে ভোটারদের মনে প্রশ্ন হল নির্বাচন কমিশনকে তাদের কী কী নথিপত্র দেখাতে হবে?
উপযুক্ত যাচাইয়ের পর ভোটার তালিকা আপডেট করা হবে। প্রায় ২২ বছর পর বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হচ্ছে। শেষবার এই কাজটি করা হয়েছিল ২০০৩ সালে। এমন পরিস্থিতিতে ভোটারদের মনে প্রশ্ন হল নির্বাচন কমিশনকে তাদের কী কী নথিপত্র দেখাতে হবে?
advertisement
6/17
বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় এই বিষয়ে একটি বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা অনুসারে, বিএলওরা ২৭ জুলাই পর্যন্ত ভোটারদের যাচাই করবেন। এর জন্য প্রত্যেক ভোটারকে একটি ফর্ম পূরণ করতে হবে।
বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় এই বিষয়ে একটি বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা অনুসারে, বিএলওরা ২৭ জুলাই পর্যন্ত ভোটারদের যাচাই করবেন। এর জন্য প্রত্যেক ভোটারকে একটি ফর্ম পূরণ করতে হবে।
advertisement
7/17
বিএলওরা ঘরে ঘরে গিয়ে এই ফর্মটি ভোটারদের কাছে পৌঁছে দেবেন। ভোটাররা এটি পূরণ করে নথিপত্রের সঙ্গে বিএলও-কে ফেরত দেবেন। ভোটাররা নির্বাচন বিভাগের ওয়েবসাইটে অনলাইনেও এই ফর্মটি আপলোড করতে পারবেন। এক্ষেত্রে নিয়মগুলি কী কী?
বিএলওরা ঘরে ঘরে গিয়ে এই ফর্মটি ভোটারদের কাছে পৌঁছে দেবেন। ভোটাররা এটি পূরণ করে নথিপত্রের সঙ্গে বিএলও-কে ফেরত দেবেন। ভোটাররা নির্বাচন বিভাগের ওয়েবসাইটে অনলাইনেও এই ফর্মটি আপলোড করতে পারবেন। এক্ষেত্রে নিয়মগুলি কী কী?
advertisement
8/17
১ জুলাই ১৯৮৭ সালের আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য-যেসব ভোটার ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ভারতে জন্মগ্রহণ করেছেন, তাঁদের জন্ম তারিখ বা স্থানের সত্যতা প্রতিষ্ঠার জন্য ফর্মের সঙ্গে যে কোনও একটি বৈধ নথি জমা দিতে হবে।
১ জুলাই ১৯৮৭ সালের আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য-
যেসব ভোটার ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ভারতে জন্মগ্রহণ করেছেন, তাঁদের জন্ম তারিখ বা স্থানের সত্যতা প্রতিষ্ঠার জন্য ফর্মের সঙ্গে যে কোনও একটি বৈধ নথি জমা দিতে হবে।
advertisement
9/17
যদি ১৯৮৭ থেকে ২০০৪ সালের মধ্যে জন্মগ্রহণ করেন তাহলে-১ জুলাই ১৯৮৭ থেকে ২ ডিসেম্বর ২০০৪ সালের মধ্যে ভারতে জন্মগ্রহণকারী ভোটারদের নিজেদের এবং তাঁদের পিতামাতার একজনের বৈধ নথি জমা দিতে হবে।
যদি ১৯৮৭ থেকে ২০০৪ সালের মধ্যে জন্মগ্রহণ করেন তাহলে-
১ জুলাই ১৯৮৭ থেকে ২ ডিসেম্বর ২০০৪ সালের মধ্যে ভারতে জন্মগ্রহণকারী ভোটারদের নিজেদের এবং তাঁদের পিতামাতার একজনের বৈধ নথি জমা দিতে হবে।
advertisement
10/17
২ ডিসেম্বর ২০০৪ সালের পরে জন্মগ্রহণকারী তরুণ ভোটারদের জন্য-একইভাবে, ২ ডিসেম্বর ২০০৪ সালের পরে ভারতে জন্মগ্রহণকারী ভোটারদের ফর্মের সঙ্গে তাঁদের এবং তাঁদের পিতামাতার বৈধ নথি জমা দিতে হবে। যদি বাবা-মায়ের কেউ ভারতীয় না হন, তাহলে তাঁদের জন্মের সময় পিতামাতার বৈধ পাসপোর্ট এবং ভিসার স্ব-প্রত্যয়িত কপি সরবরাহ করতে হবে।
২ ডিসেম্বর ২০০৪ সালের পরে জন্মগ্রহণকারী তরুণ ভোটারদের জন্য-
একইভাবে, ২ ডিসেম্বর ২০০৪ সালের পরে ভারতে জন্মগ্রহণকারী ভোটারদের ফর্মের সঙ্গে তাঁদের এবং তাঁদের পিতামাতার বৈধ নথি জমা দিতে হবে। যদি বাবা-মায়ের কেউ ভারতীয় না হন, তাহলে তাঁদের জন্মের সময় পিতামাতার বৈধ পাসপোর্ট এবং ভিসার স্ব-প্রত্যয়িত কপি সরবরাহ করতে হবে।
advertisement
11/17
এই নথিগুলি বৈধ হবে--নিজেকে বৈধ নাগরিক প্রমাণ করতে, SIR-এর জন্য কী কী নথি প্রয়োজন? ১) যে কোনও পরিচয়পত্র/পেনশনের কাগজ/রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রায়াত্ত সংস্থার কর্মী হলে পেনশনের নথি।
এই নথিগুলি বৈধ হবে--
নিজেকে বৈধ নাগরিক প্রমাণ করতে, SIR-এর জন্য কী কী নথি প্রয়োজন?
১) যে কোনও পরিচয়পত্র/পেনশনের কাগজ/রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রায়াত্ত সংস্থার কর্মী হলে পেনশনের নথি।
advertisement
12/17
২) ১৯৮৭ সালের আগে ভারত সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাঙ্ক, পোস্ট অফিস, LIC, রাষ্ট্রায়াত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র, সার্টিফিকেট বা অন্য নথি।৩) বৈধ বার্থ সার্টিফিকেট। ৪) পাসপোর্ট।
২) ১৯৮৭ সালের আগে ভারত সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাঙ্ক, পোস্ট অফিস, LIC, রাষ্ট্রায়াত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র, সার্টিফিকেট বা অন্য নথি।
৩) বৈধ বার্থ সার্টিফিকেট।
৪) পাসপোর্ট।
advertisement
13/17
৫) মাধ্যমিক বা সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র।৬) সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী ঠিকানার নথি। ৭) অরণ্যের অধিকারের শংসাপত্র।
৫) মাধ্যমিক বা সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র।
৬) সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী ঠিকানার নথি।
৭) অরণ্যের অধিকারের শংসাপত্র।
advertisement
14/17
৮) OBC/SC/ST বা অন্য যে কোনও জাতির বৈধ শংসাপত্র।৯) NRC-র নথি থাকলে (যে রাজ্যে হয়ে থাকবে) ১০) রাজ্য বা স্থানীয় প্রশাসনের কাছে পরিবারের নথিভুক্তির নথি।
৮) OBC/SC/ST বা অন্য যে কোনও জাতির বৈধ শংসাপত্র।
৯) NRC-র নথি থাকলে (যে রাজ্যে হয়ে থাকবে)
১০) রাজ্য বা স্থানীয় প্রশাসনের কাছে পরিবারের নথিভুক্তির নথি।
advertisement
15/17
১১) জমি বা বাড়ির সরকারি নথি।১২) ২০০৩ সালের ভোটার তালিকায় নাম থাকলে, তার প্রতিলিপি।
১১) জমি বা বাড়ির সরকারি নথি।
১২) ২০০৩ সালের ভোটার তালিকায় নাম থাকলে, তার প্রতিলিপি।
advertisement
advertisement
advertisement