India Bangladesh news: বাংলাদেশের কারাগারে ভারতীয় মৎস্যজীবীর রহস্যমৃত্যু, শোকের ছায়া কাকদ্বীপে
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
India Bangladesh news: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়ে সে দেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক হওয়া ১৭ জন ভারতীয় মৎস্যজীবীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত মৎস্যজীবীর নাম বাবুল দাস (২৫)। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়ে সে দেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক হওয়া ১৭ জন ভারতীয় মৎস্যজীবীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত মৎস্যজীবীর নাম বাবুল দাস (২৫)। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
গত ১৪ জুলাই ‘মা মঙ্গলচন্ডী’ নামে একটি ট্রলার-সহ ওই ১৭ জন মৎস্যজীবী আটক হন এবং ১৫ জুলাই থেকে তাঁরা বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন। এদিকে পরিবারের কাছে বাবুল দাসের মৃত্যুর খবর পৌঁছলে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
advertisement
advertisement
মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, বাবুল দাসের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেলেও, পরিবার এই কারণ মানতে রাজি নয়। মৃত্যুর আসল কারণ জানতে পরিবারের সদস্যরা তদন্তের দাবি জানিয়েছেন। এদিকে, বাকি ভারতীয় মৎস্যজীবীদের দ্রুত দেশে ফেরানোর দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় বাংলাদেশের জেলে বন্দি থাকা অন্যান্য মৎস্যজীবীদের পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।
advertisement
এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। ঘটনার খবর পেয়েই পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র। তরতাজা যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছে পরিবারের লোকজন। ওই যুবকের হৃদরোগ কি করে হল তা নিয়েও বিস্মিত পরিবারের লোকজন। কাকদ্বীপে এই ঘটনা নিয়ে আলোরণে সৃষ্টি হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 16, 2025 1:27 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Bangladesh news: বাংলাদেশের কারাগারে ভারতীয় মৎস্যজীবীর রহস্যমৃত্যু, শোকের ছায়া কাকদ্বীপে

