Coldwave Alert: উত্তরের জেলার থেকেও দক্ষিণের জেলায় শীতের কামড় জোরালো, হাওয়া অফিস দিল শৈত্যপ্রবাহের অ্যালার্ট
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Coldwave Alert: হাড় কাঁপানো শীতের দাপট, দক্ষিণের জেলাগুলিতে শৈতপ্রবাহের সম্ভাবনা! জাঁকিয়ে ব্যাটিং করছে শীত, এক নজরে আবহাওয়ার আপডেট!
পুরুলিয়া: বঙ্গ জুড়ে শীতের আমেজ। হু হু করে নামছে তাপমাত্রার পারদ। শীতের অনুভূতি হচ্ছে যথেষ্ট। এক ঝটকায় তাপমাত্রায় পারদ অনেকখানি নিম্নমুখী। জেলা পুরুলিয়াতে শীতের প্রভাব রয়েছে যথেষ্ট। তাপমাত্রার পারদ অনেকখানি কমেছে জেলা জুড়ে। সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকছে গোটা জেলা। বেলা বাড়তে রোদের দেখা মিললেও তীব্র রদের দাপট নেই। এইদিন জেলা পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
advertisement
শক্তিশালী নিম্নচাপ বা পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় উত্তুরে বাতাস বাধাহীন ভাবে বাংলায় প্রবেশ করছে।পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হাওড়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে তীব্র শীতের প্রভাব থাকবে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে। শীতের তীব্রতা বাড়ছে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
advertisement
advertisement








