Shatrughan Sinha Praises Nitish Kumar: নীতীশকে প্রশংসায় ভরিয়ে হঠাৎ পোস্ট তৃণমূল সাংসদ শত্রুঘ্নের! শুরু জোর জল্পনা, জবাব চাইবে দল
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএ-এর বিপুল জয় ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির উত্তাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে৷
বিহারে বিধানসভা নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় ফেরার জন্য নীতীশ কুমারকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা৷ শুধু অভিনন্দন জানানোই নয়, ফের বিহারের মসনদে ফিরতে চলা নীতীশকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আসানসোলের তৃণমূল সাংসদ৷
বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএ-এর বিপুল জয় ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির উত্তাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে৷ কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপি নেতারা দাবি করেছেন, বিহারে বিপুল জয়ের পর এবার বিজেপি-র পরবর্তী লক্ষ্য বাংলা৷ যদিও বিজেপি নেতাদের বাংলা দখলের দাবিকে আমল দিতেই নারাজ তৃণমূল নেতৃত্ব৷
Congratulations! To the people of our Bihar for getting the Govt they deserve, voted for & the leadership of the most admired, gentleman politician, @NiteshKumar for being Bihar’s longest-serving, trusted, tried, tested & successful CM. He seems to have lived upto people’s… pic.twitter.com/DgbNFzfIRA
— Shatrughan Sinha (@ShatruganSinha) November 15, 2025
advertisement
advertisement
এই পরিস্থিতিতে সব জেনেশুনেও আসানসোলের তৃণমূল সাংসদ কেন হঠাৎ বিজেপি-র শরিক নীতীশ কুমারের ভূয়সী প্রশংসা করে সমাজমাধ্যমে পোস্ট করতে গেলেন, তা নিয়েই রাজনৈতিক মহলে তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে৷ তাৎপর্যপূর্ণ ভাবে এক্স হ্যান্ডেলে করা ওই পোস্টে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের দল তৃণমূল, আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল, রাজ্যের মন্ত্রী এবং আসানসোলের তৃণমূল নেতা মলয় ঘটক, কংগ্রেসের শশী থারুর সহ অনেককেই ট্যাগও করেছেন শত্রুঘ্ন সিনহা৷
advertisement
এক্স হ্যান্ডেলে আসানসোলের তৃণমূল সাংসদ লিখেছেন, ‘নিজেদের জন্য যোগ্য সরকারকে বেছে নেওয়ার জন্য বিহারের মানুষকে অভিনন্দন৷ বিহারের মানুষ সবথেকে ভদ্রলোক, প্রশংসিত, সবথেকে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রীর পদে থাকা বিশ্বস্ত, পরীক্ষিত এবং সফল রাজনীতিবিদ নীতীশ কুমারকে বেছে নিয়েছেন৷ এটা স্পষ্ট যে উনি মানুষের প্রত্যাশা পূরণে সফল হয়েছেন৷ নীতীশ কুমারকে ঘিরে থাকা প্রত্যেক মানুষ, দলকে আমি কুর্ণিশ জানাই৷ ঈশ্বর সবার মঙ্গল করুন৷ জয় বিহার, জয় হিন্দ৷’ এই পোস্টের সঙ্গেই নীতীশ কুমারের সঙ্গে তাঁর পুরনো কয়েকটি ছবিও পোস্ট করেছেন শত্রুঘ্ন৷ তবে এই পোস্টে নীতীশ কুমারকে ট্যাগ করতে গিয়ে ভুল করেই নীতেশ কুমার নামে কাউকে ট্যাগ করে ফেলেছেন আসানসোলের তৃণমূল সাংসদ৷
advertisement
তৃণমূল সূত্রে খবর, আসানসোলের তারকা সাংসদের করা এই পোস্ট দলীয় নেতৃত্বেরও নজরে এসেছে৷ কেন তিনি বিজেপি-র শরিক দলের নেতার এমন প্রশংসা করে দলের অস্বস্তি বাডা়লেন, আসানসোলের তৃণমূল সাংসদের কাছ থেকে তা জানতে চাইবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এ বিষয়ে অবগত৷ দলীয় নেতৃত্বকে আসানসোলের সাংসদ কী জবাব দেন, সেটাই দেখার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 16, 2025 2:53 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shatrughan Sinha Praises Nitish Kumar: নীতীশকে প্রশংসায় ভরিয়ে হঠাৎ পোস্ট তৃণমূল সাংসদ শত্রুঘ্নের! শুরু জোর জল্পনা, জবাব চাইবে দল










