পছন্দের ক্রিকেটার দেখেই দর হাঁকলেন মালিকরা, কারোর দাম ১০ হাজার, কেউ আবার কম! মালদহে IPL'র ধাঁচে নিলাম
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Player Auction : গ্রামের গৌড় প্রিমিয়ার লিগের উদ্যোগে হবে এই খেলা। পছন্দসই খেলোয়াড়দের বিভিন্ন দামে কিনেছেন টিম মালিকরা।
advertisement
advertisement
advertisement
advertisement
গ্রামের এই গৌড় প্রিমিয়ার লীগ খেলার উদ্যোক্তা বাপি ঘোষ জানান, "ক্রিকেটপ্রেমীদের উৎসাহ বাড়াতে এই অভিনব নিলাম প্রক্রিয়ার মাধ্যমে গ্রামে খেলা করানো হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড় এবং ক্রিকেট টিম অংশগ্রহণ করেন এই নিলাম প্রক্রিয়ায়। আগামী জানুয়ারি মাসের ১০, ১১ এবং ১২ তারিখ গ্রামের গৌড়ীয় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে খেলা। তার আগে খেলোয়াড় নিলামের আয়োজন করা হয়েছিল এদিন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)









