পছন্দের ক্রিকেটার দেখেই দর হাঁকলেন মালিকরা, কারোর দাম ১০ হাজার, কেউ আবার কম! মালদহে IPL'র ধাঁচে নিলাম

Last Updated:
Player Auction : গ্রামের গৌড় প্রিমিয়ার লিগের উদ্যোগে হবে এই খেলা। পছন্দসই খেলোয়াড়দের বিভিন্ন দামে কিনেছেন টিম মালিকরা।
1/5
দিল্লী বা কলকাতা নয় এবারে গ্রামেই আইপিএল ক্রিকেট খেলার ধাঁচে নিলাম খেলোয়াড়। মালদহের ইংরেজবাজার ব্লকের মহিপুরের রামকেলি এলাকায় গৌড় প্রিমিয়াম লীগ নামক একটি গ্রামীন কমিটির উদ্যোগে আয়োজন করা হল ক্রিকেট খেলার খেলোয়াড় নিলামের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
দিল্লি বা কলকাতা নয়, এবার গ্রামেই আইপিএল ক্রিকেট খেলার ধাঁচে নিলাম খেলোয়াড়। মালদহের ইংরেজবাজার ব্লকের মহিপুরের রামকেলি এলাকায় গৌড় প্রিমিয়াম লীগ নামক একটি গ্রামীন কমিটির উদ্যোগে আয়োজন করা হল ক্রিকেট খেলার খেলোয়াড় নিলামের। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
মালদহ জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ২১৬ জন খেলোয়াড় অংশ নেন এই নিলামে প্রক্রিয়ায়। জেলার ১৬ টি ক্রিকেট টিম ক নিয়ে অনুষ্ঠিত হয় এই নিলাম প্রক্রিয়া। সেখানে নিলামে অংশগ্রহণ করতে আসা টিমগুলো কিনে নেন তাঁদের পছন্দ মত‌ খেলোয়াড়দের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
মালদহ জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ২১৬ জন খেলোয়াড় অংশ নেন এই নিলামে প্রক্রিয়ায়। জেলার ১৬ টি ক্রিকেট টিম ক নিয়ে অনুষ্ঠিত হয় এই নিলাম প্রক্রিয়া। সেখানে নিলামে অংশগ্রহণ করতে আসা টিমগুলি কিনে নেয় তাদের পছন্দ মত‌ খেলোয়াড়দের।
advertisement
3/5
গ্রামের গৌড় প্রিমিয়ার লিগের উদ্যোগে গৌড়ীয় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই খেলা। আগামী জানুয়ারি মাসের ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলবে এই খেলা। এই খেলায় প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা ও একটি বড় ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার ৩৫ হাজার টাকা ও একটি বড় ট্রফি।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
গ্রামের গৌড় প্রিমিয়ার লিগের উদ্যোগে গৌড়ীয় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই খেলা। আগামী জানুয়ারি মাসের ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলবে এই খেলা। এই খেলায় প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা ও একটি বড় ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার ৩৫ হাজার টাকা ও একটি বড় ট্রফি।
advertisement
4/5
খেলায় মোট ১১ জন খেলোয়াড়দের বেছে নেন নিলামে অংশগ্রহণকারী টিমের মালিকরা। কোন‌ও খেলোয়াড়কে এক হাজার টাকা তো আবার কোন‌ও খেলোয়াড়কে ১০ হাজার টাকায় কেনেন ক্রিকেট টিমের মালিকরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
খেলায় মোট ১১ জন খেলোয়াড়দের বেছে নেন নিলামে অংশগ্রহণকারী টিমের মালিকরা। কোন‌ও খেলোয়াড়কে এক হাজার টাকা তো আবার কোন‌ও খেলোয়াড়কে ১০ হাজার টাকায় কেনেন ক্রিকেট টিমের মালিকরা।
advertisement
5/5
গ্রামের এই গৌড় প্রিমিয়ার লীগ খেলার উদ্যোক্তা বাপি ঘোষ জানান,
গ্রামের এই গৌড় প্রিমিয়ার লীগ খেলার উদ্যোক্তা বাপি ঘোষ জানান, "ক্রিকেটপ্রেমীদের উৎসাহ বাড়াতে এই অভিনব নিলাম প্রক্রিয়ার মাধ্যমে গ্রামে খেলা করানো হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড় এবং ক্রিকেট টিম অংশগ্রহণ করেন এই নিলাম প্রক্রিয়ায়। আগামী জানুয়ারি মাসের ১০, ১১ এবং ১২ তারিখ গ্রামের গৌড়ীয় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে খেলা। তার আগে খেলোয়াড় নিলামের আয়োজন করা হয়েছিল এদিন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement