Delhi Blast Update: বিল্ডিং ১৭, রুম নং ১৩! পড়াশোনা, ডাক্তারির পাশে...ইউনিভার্সিটির ঘরই হয়ে উঠেছিল দিল্লি কাণ্ডের ‘ভরকেন্দ্র’

Last Updated:

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই থাকা একটি কেমিস্ট্রি ল্যাবরেটরি থেকে বেশ কিছু কেমিক্যাল রেসিডিউ, গ্লাসওয়ার পেয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা৷

News18
News18
নয়াদিল্লি: হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়৷ দিল্লি বিস্ফোরণ এবং তার পূর্ববর্তী ঘটনাক্রমের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই নাম৷ তদন্তকারীরা জানাচ্ছেন, এই ইউনিভার্সিটিরই বিল্ডিং নম্বর ১৭ এবং ঘর নম্বর ১৩ ছিল এই সমস্ত হামলার ভরকেন্দ্র৷ ষড়যন্ত্রে আঁতুড়ঘর৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ডাক্তার ডা. মুজাম্মিল ও মডিউলের বাকি সদস্যদের জন্য এই ১৩ নম্বর ঘরই ছিল ‘প্ল্যানিং বেস’৷ অর্থাৎ, এখানেই হত যত আলোচনা, পরিকল্পনা৷ তদন্তকারীদের কথায় এই ১৩ নম্বর ঘরই ছিল ‘কম্যান্ড পোস্ট’৷ যেখানে মিটিং করা হত, কো-অর্ডিনেশন, ডিজিটাল ডেটা সংরক্ষণ এবং অপারেশনের ব্লু প্রিন্ট সব হত এই ঘরেই৷
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই থাকা একটি কেমিস্ট্রি ল্যাবরেটরি থেকে বেশ কিছু কেমিক্যাল রেসিডিউ, গ্লাসওয়ার পেয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা৷ যা দেখে মনে করা হচ্ছে এখানে প্রাথমিক ভাবে কোনও পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকতে পারে৷
advertisement
advertisement
বর্তমানে সিল করে দেওয়া ওই ল্যাবরেটরিতে অল্প পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে তার সঙ্গে অক্সিডাইসার মিশিয়ে পরীক্ষা করা হয়েছিল বলেও মনে করছেন তদন্তকারীরা৷ সেই নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷
advertisement
বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার এবং দিল্লি বিস্ফোরণের ঘটনার পিছনে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-এ-মহম্মদের যোগ রয়েছে বলেমনে করছেন তদন্তকারীরা৷ এরমধ্যে দু’টো একে-৪৭ এবং ৩৫০ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘিরে ফরিদাবাদ থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে৷ যার মধ্যে ২ জন এই আল-ফালাহ ইউনিভার্সিটির মেডিক্যাল ছাত্র৷ এর মধ্যে ডা মুজাম্মিল শাকিলের ঘর থেকে অ্যামোনিয়াম নাইট্রেট ও একে-৪৭ রাইফেল উদ্ধার হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Blast Update: বিল্ডিং ১৭, রুম নং ১৩! পড়াশোনা, ডাক্তারির পাশে...ইউনিভার্সিটির ঘরই হয়ে উঠেছিল দিল্লি কাণ্ডের ‘ভরকেন্দ্র’
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement