Delhi Blast Update: বিল্ডিং ১৭, রুম নং ১৩! পড়াশোনা, ডাক্তারির পাশে...ইউনিভার্সিটির ঘরই হয়ে উঠেছিল দিল্লি কাণ্ডের ‘ভরকেন্দ্র’

Last Updated:

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই থাকা একটি কেমিস্ট্রি ল্যাবরেটরি থেকে বেশ কিছু কেমিক্যাল রেসিডিউ, গ্লাসওয়ার পেয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা৷

News18
News18
নয়াদিল্লি: হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়৷ দিল্লি বিস্ফোরণ এবং তার পূর্ববর্তী ঘটনাক্রমের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই নাম৷ তদন্তকারীরা জানাচ্ছেন, এই ইউনিভার্সিটিরই বিল্ডিং নম্বর ১৭ এবং ঘর নম্বর ১৩ ছিল এই সমস্ত হামলার ভরকেন্দ্র৷ ষড়যন্ত্রে আঁতুড়ঘর৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ডাক্তার ডা. মুজাম্মিল ও মডিউলের বাকি সদস্যদের জন্য এই ১৩ নম্বর ঘরই ছিল ‘প্ল্যানিং বেস’৷ অর্থাৎ, এখানেই হত যত আলোচনা, পরিকল্পনা৷ তদন্তকারীদের কথায় এই ১৩ নম্বর ঘরই ছিল ‘কম্যান্ড পোস্ট’৷ যেখানে মিটিং করা হত, কো-অর্ডিনেশন, ডিজিটাল ডেটা সংরক্ষণ এবং অপারেশনের ব্লু প্রিন্ট সব হত এই ঘরেই৷
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই থাকা একটি কেমিস্ট্রি ল্যাবরেটরি থেকে বেশ কিছু কেমিক্যাল রেসিডিউ, গ্লাসওয়ার পেয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা৷ যা দেখে মনে করা হচ্ছে এখানে প্রাথমিক ভাবে কোনও পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকতে পারে৷
advertisement
advertisement
বর্তমানে সিল করে দেওয়া ওই ল্যাবরেটরিতে অল্প পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে তার সঙ্গে অক্সিডাইসার মিশিয়ে পরীক্ষা করা হয়েছিল বলেও মনে করছেন তদন্তকারীরা৷ সেই নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷
advertisement
বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার এবং দিল্লি বিস্ফোরণের ঘটনার পিছনে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-এ-মহম্মদের যোগ রয়েছে বলেমনে করছেন তদন্তকারীরা৷ এরমধ্যে দু’টো একে-৪৭ এবং ৩৫০ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘিরে ফরিদাবাদ থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে৷ যার মধ্যে ২ জন এই আল-ফালাহ ইউনিভার্সিটির মেডিক্যাল ছাত্র৷ এর মধ্যে ডা মুজাম্মিল শাকিলের ঘর থেকে অ্যামোনিয়াম নাইট্রেট ও একে-৪৭ রাইফেল উদ্ধার হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Blast Update: বিল্ডিং ১৭, রুম নং ১৩! পড়াশোনা, ডাক্তারির পাশে...ইউনিভার্সিটির ঘরই হয়ে উঠেছিল দিল্লি কাণ্ডের ‘ভরকেন্দ্র’
Next Article
advertisement
SD Burman: বিখ্যাত সঙ্গীতশিল্পী শচীন দেব বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের! কোন সম্পর্ক জড়িয়েছিলেন তিনি, জানুন সেই গল্প
সঙ্গীতশিল্পী এসডি বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের!কোন সম্পর্ক জড়িয়েছিলেন
  • শচীন দেব বর্মনের সঙ্গে জুড়ে রয়েছে মেদিনীপুরের সম্পর্ক

  • মেদিনীপুরের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে জুড়ে যান বিশ্ব বিখ্যাত এই কিংবদন্তি

  • শচীন দেব বর্মনের বোনের বিয়ে হয়, প্রত্যন্ত গ্রাম দাঁতনে

VIEW MORE
advertisement
advertisement