Delhi Blast Update: ৮ ‘ফিদায়েঁ’, ৪ টে শহর! বেছে নেওয়া হয়েছিল, দিল্লিতেই থামে ফরিদাবাদের ‘হোয়াইট কলার’ টেরর মডিউলর বিরাট পরিকল্পনা

Last Updated:

তদন্তকারীরা জানতে পেরেছেন, ফরিদাবাদের টেরর মডিউলের কমপক্ষে ৮ জনকে দেশজুড়ে পরিকল্পিত একটি সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনার জন্য নির্বাচন করা হয়েছিল৷ বিভিন্ন শহরে পর পর বিস্ফোরণের পরিকল্পনা ছিল ওদের৷ জেরার সময় এই কথা স্বীকার করেছেন ধৃত অভিযুক্তরা৷

News18
News18
নয়াদিল্লি: শুধুমাত্র দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণ নয়৷ ফরিদাবাদের ‘হোয়াইট কলার’ টেরর মডিউলের পরিকল্পনা ছিল আরও বড়, আরও বিরাট৷ শুধুমাত্র ১ টা শহর নয়, সারা দেশজুড়েই নাশকতার পরিকল্পনা ছিল উমর নবি, মুজাম্মিল, আদিলদের৷ দিল্লি বিস্ফোরণের তদন্ত প্রক্রিয়ায় সামনে আসছে একেরপর এক তথ্য৷ প্রমাণিত হয়েছে ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার এবং গ্রেফতারির ঘটনার সঙ্গে দিল্লির বিস্ফোরণের ঘটনার৷ হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডা. উমর নবির ডিএনএ ম্যাচ করে গিয়েছে দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির ভিতরে থাকা দেহাংশের সঙ্গে৷ আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অদূরে থাকা গ্রামের সেফ হাউস থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক৷
তদন্তকারীরা জানতে পেরেছেন, ফরিদাবাদের টেরর মডিউলের কমপক্ষে ৮ জনকে দেশজুড়ে পরিকল্পিত একটি সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনার জন্য নির্বাচন করা হয়েছিল৷ বিভিন্ন শহরে পর পর বিস্ফোরণের পরিকল্পনা ছিল ওদের৷ জেরার সময় এই কথা স্বীকার করেছেন ধৃত অভিযুক্তরা৷
advertisement
advertisement
জানা গিয়েছে, প্রত্যেক দলে ২ জনকে রাখা হয়েছিল৷ তৈরি হয়েছিল ৪টি দল৷ এই ৪ দলকে পৃথক ভাবে আলাদা শহরে একই সময়ের মধ্যে পর পর বিস্ফোরণ ঘটানোর দায়িত্ব দেওয়া হয়েছিল৷ প্রত্যেককেই দেওয়া হত IED৷
advertisement
সূত্রের খবর, তার আগেই গোপনসূত্রে খবর পেয়ে ঠিক সময়ে তল্লাশি চালিয়ে আইইডি উদ্ধার করে পুলিশ ও তদন্তকারীরা৷ বানচাল করে দেওয়া হয় ৪ জায়গায় বিস্ফোরণের পরিকল্পনা৷
গোটা নেটওয়ার্ককে পাকড়াও করতে তদন্ত আরও চলছে৷ মডিউলের অন্য সদস্যদের গ্রেফতারিও চলছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Blast Update: ৮ ‘ফিদায়েঁ’, ৪ টে শহর! বেছে নেওয়া হয়েছিল, দিল্লিতেই থামে ফরিদাবাদের ‘হোয়াইট কলার’ টেরর মডিউলর বিরাট পরিকল্পনা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement