Delhi Blast Update: ৮ ‘ফিদায়েঁ’, ৪ টে শহর! বেছে নেওয়া হয়েছিল, দিল্লিতেই থামে ফরিদাবাদের ‘হোয়াইট কলার’ টেরর মডিউলর বিরাট পরিকল্পনা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
তদন্তকারীরা জানতে পেরেছেন, ফরিদাবাদের টেরর মডিউলের কমপক্ষে ৮ জনকে দেশজুড়ে পরিকল্পিত একটি সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনার জন্য নির্বাচন করা হয়েছিল৷ বিভিন্ন শহরে পর পর বিস্ফোরণের পরিকল্পনা ছিল ওদের৷ জেরার সময় এই কথা স্বীকার করেছেন ধৃত অভিযুক্তরা৷
নয়াদিল্লি: শুধুমাত্র দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণ নয়৷ ফরিদাবাদের ‘হোয়াইট কলার’ টেরর মডিউলের পরিকল্পনা ছিল আরও বড়, আরও বিরাট৷ শুধুমাত্র ১ টা শহর নয়, সারা দেশজুড়েই নাশকতার পরিকল্পনা ছিল উমর নবি, মুজাম্মিল, আদিলদের৷ দিল্লি বিস্ফোরণের তদন্ত প্রক্রিয়ায় সামনে আসছে একেরপর এক তথ্য৷ প্রমাণিত হয়েছে ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার এবং গ্রেফতারির ঘটনার সঙ্গে দিল্লির বিস্ফোরণের ঘটনার৷ হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডা. উমর নবির ডিএনএ ম্যাচ করে গিয়েছে দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির ভিতরে থাকা দেহাংশের সঙ্গে৷ আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অদূরে থাকা গ্রামের সেফ হাউস থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক৷
তদন্তকারীরা জানতে পেরেছেন, ফরিদাবাদের টেরর মডিউলের কমপক্ষে ৮ জনকে দেশজুড়ে পরিকল্পিত একটি সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনার জন্য নির্বাচন করা হয়েছিল৷ বিভিন্ন শহরে পর পর বিস্ফোরণের পরিকল্পনা ছিল ওদের৷ জেরার সময় এই কথা স্বীকার করেছেন ধৃত অভিযুক্তরা৷
advertisement
advertisement
জানা গিয়েছে, প্রত্যেক দলে ২ জনকে রাখা হয়েছিল৷ তৈরি হয়েছিল ৪টি দল৷ এই ৪ দলকে পৃথক ভাবে আলাদা শহরে একই সময়ের মধ্যে পর পর বিস্ফোরণ ঘটানোর দায়িত্ব দেওয়া হয়েছিল৷ প্রত্যেককেই দেওয়া হত IED৷
#BreakingNews | FIRST ON CNN-NEWS18 | EXCLUSIVE CCTV footage shows prime accused & bomber Umar Nabi at Asaf Ali Road in Delhi@_anshuls shares more details #Delhiblast #redfort #delhicarblast | @SaroyaHem pic.twitter.com/VVDons0QW6
— News18 (@CNNnews18) November 13, 2025
advertisement
সূত্রের খবর, তার আগেই গোপনসূত্রে খবর পেয়ে ঠিক সময়ে তল্লাশি চালিয়ে আইইডি উদ্ধার করে পুলিশ ও তদন্তকারীরা৷ বানচাল করে দেওয়া হয় ৪ জায়গায় বিস্ফোরণের পরিকল্পনা৷
গোটা নেটওয়ার্ককে পাকড়াও করতে তদন্ত আরও চলছে৷ মডিউলের অন্য সদস্যদের গ্রেফতারিও চলছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
November 13, 2025 12:01 PM IST

