Delhi Incident Update: দিল্লি ঘটনার পিছনে...কাশ্মীরের পুলওয়ামার শান্ত, ‘কৃতী’ ছেলে! বিস্ফোরণের ঠিক আগে একবার বেরিয়েছিল গাড়ি থেকে

Last Updated:

গত মঙ্গলবার উমরের মা শামিমা বেগমকে পুলওয়ামায় ডিএনএ টেস্টের জন্য নিয়ে এসেছিলেন তাঁর অপর দুই ছেলে৷ সেই নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হয় i20 গাড়ি থেকে পাওয়া দাঁত ও হাড়ের নমুনার তা মিলিয়ে দেখা হয়েছে৷

News18
News18
নয়াদিল্লি: গত ১০ নভেম্বর দিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণের ঘটনায় স্পষ্ট হয়ে গেল অনেক কিছু৷ সামনে এল ডিএনএ রিপোর্ট৷ ফরেন্সিক বিশেষজ্ঞেরা জানিয়ে দিলেন, যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, তাতে ডা. উমর নবিই ছিলেন৷ যে উমরকে এই গোটা হামলার অন্যতম মূলচক্রী বলে মনে করা হচ্ছে৷ ‘ডক্টরস মডিউল’-এর মূল কারিগর৷ জানা গিয়েছে, গাড়িতে পাওয়ার দেহাংশের নমুনা জামাকাপড়ের সঙ্গে উমরের মায়ের ডিএনএ-র ১০০ শতাংশ ম্যাচ পাওয়া গিয়েছে৷
ডিএনএ টেস্টের রেজাল্টের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে দিল্লি বিস্ফোরণে যে ১২ জনের মৃত্যু হয়েছে, তার পিছনে উমর নবির আত্মঘাতী হামলাই দায়ী৷ এর মাধ্যমে হরিয়ানার আল-ফালাহ ইউনিভার্সিটির সঙ্গে লালকেল্লার বিস্ফোরণের ঘটনার সরাসরি যোগ প্রমাণিত হল৷ কারণ, এই বিশ্ববিদ্যালয়েরই মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসক হিসাবে কাজ করতেন উমর৷ এই কলেজেই ১০ দিন ধরে পার্ক করে রাখা হয়েছিল বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি৷ তারও সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে৷ এই হামলার সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেফতার করা হয়েছে আল-ফালাহ ইউনিভার্সিটির আরও ৩ ডাক্তারকে৷
advertisement
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ‘ফিদায়েঁ’ বম্বার উমর সেই হিউন্ডাই i20 গাড়ি থেকে বেরিয়ে একটি ধর্মীয় প্রার্থনাস্থলে যাচ্ছে৷ তারপর সেখান থেকে বেরিয়ে সোজা পার্কিং স্পট থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে৷ বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই৷
advertisement
সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, ডা. উমর নামের ওই চিকি়ৎসক দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার কোলি গ্রামের বাসিন্দা৷ হরিয়ানার ফরিদাবাদের আল ফলাহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি৷
গত মঙ্গলবার উমরের মা শামিমা বেগমকে পুলওয়ামায় ডিএনএ টেস্টের জন্য নিয়ে এসেছিলেন তাঁর অপর দুই ছেলে৷ সেই নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হয় i20 গাড়ি থেকে পাওয়া দাঁত ও হাড়ের নমুনার তা মিলিয়ে দেখা হয়েছে৷
advertisement
উমরের বৌদি মুজামিল বলেন, ‘‘ও ভীষণ শান্ত ছিল৷ নিজের ভিতরেই থাকত৷ সব সময় নিজের কাজ এবং পড়াশোনা নিয়ে থাকত৷ আমরা তো বিশ্বাসই করতে পারছি না যে ও কোনও জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারে৷ ’’ উনি জানান, গত ২ মাস আগেই কাশ্মীরে গিয়েছিলেন উমর৷
advertisement
দিল্লি পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে, দিল্লি বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট, জ্বালানি তেল এবং ডেটোনেটর ব্যবহার করা হয়েছে, ফরিদাবাদে বাজেয়াপ্ত উপকরণের সঙ্গে যার মিল রয়েছে৷ ঘটনার দিন সকালে ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Incident Update: দিল্লি ঘটনার পিছনে...কাশ্মীরের পুলওয়ামার শান্ত, ‘কৃতী’ ছেলে! বিস্ফোরণের ঠিক আগে একবার বেরিয়েছিল গাড়ি থেকে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement