Free Education: ২০ বছর ধরে বেতন পান না এক টাকাও, অথচ বিভিন্ন স্কুলে শেখান অঙ্ক, বাংলা! ৬৫ বছরেও রক্তে সতেজ শিক্ষকতা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Free Education: দু'দশক ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করে চলেছেন পুরুলিয়ার মদন চক্রবর্তী। পড়ান একাধিক স্কুলে।
পুরুলিয়া, শান্তনু দাস: শিক্ষকতাকে ভালবাসেন তিনি। ভালবাসেন ছাত্র-ছাত্রীদের। ৬৫ বছর বয়সে যেখানে অনেকেই বিশ্রাম আর স্মৃতির জগতে ডুবে থাকতে পছন্দ করেন, সেখানে এই মানুষটি পুরুলিয়া জেলার বুকে গড়ে তুলেছেন এক অনন্য নজির। দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে সরকারি স্কুলে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করে চলেছেন পুরুলিয়ার আদ্রার বাসিন্দা মদন চক্রবর্তী।
একটি নয়, কাশীপুর এলাকার একাধিক স্কুলে আজও নিয়মিত পৌঁছে যান তিনি। কখনও বাংলা, কখনও অঙ্ক, কখনও আবার সাধারণ জ্ঞান শেখাতে। মদনবাবু জানান, “ছোটবেলা থেকেই ছোট ছোট বাচ্চাদের পড়াতে আমার ভীষণ ভাল লাগত। এরপর মনে হল, যদি সত্যিই তাদের সাহায্য করতে চাই তাহলে একটি উপযুক্ত পরিবেশ দরকার। আর সেটি হল একমাত্র স্কুল।
advertisement
আরও পড়ুন : ছোটখাটো কারণে ছুটতে হবে না হাসপাতাল, শালবনিতে এবার দুয়ারেই স্বাস্থ্য পরিষেবা! পাওয়া যাবে ওষুধও
advertisement
সেই ভাবনা থেকেই বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলি। তারা সম্পূর্ণ সহযোগিতা করেন এবং স্কুলের ফাঁকা সময়ে পড়ানোর অনুমতিও দেন। তাদেরই সমর্থনে আজ আমি নানা স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াতে পারছি।” ছোট বেলায় পড়াশোনা করতে করতেই সংসারের হাল ধরতে তাঁকে ব্যবসা ও টিউশন, দুটোই করতে হয়েছে। সেই সময়ই বাচ্চাদের প্রতি তার অগাধ ভালবাসা গড়ে ওঠে। ধীরে ধীরে সেই টিউশনের ঘর বদলে গেল স্কুলের ক্লাসরুমে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্দেশ্য একটাই, জ্ঞান ছড়িয়ে দেওয়া, শিশুদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করা। মদনবাবুর এই অনন্য প্রচেষ্টায় প্রতিনিয়ত পাশে থেকেছেন তাঁর স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছবি চক্রবর্তী। প্রতিদিন সঠিক সময়ে স্কুলে পাঠানো থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সমস্ত দিকেই তিনি সমর্থন এবং সহায়তা করে চলেছেন।টিউশন ঘর থেকে স্কুলের ক্লাসরুমে যাত্রা, স্বপ্ন থেকে বাস্তবায়ন, মদনবাবুর এই গল্প শুধু অনুপ্রেরণামূলকই নয়, বরং শিক্ষা এবং নিঃস্বার্থ ভালবাসার জীবন্ত উদাহরণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
November 20, 2025 10:38 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Free Education: ২০ বছর ধরে বেতন পান না এক টাকাও, অথচ বিভিন্ন স্কুলে শেখান অঙ্ক, বাংলা! ৬৫ বছরেও রক্তে সতেজ শিক্ষকতা
