Mobile Medical Unit: ছোটখাটো কারণে ছুটতে হবে না হাসপাতাল, শালবনিতে এবার দুয়ারেই স্বাস্থ্য পরিষেবা! পাওয়া যাবে ওষুধও
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
Mobile Medical Unit: জঙ্গলমহলে এবার দুয়ারে চিকিৎসা পরিষেবা। শালবনি সহ একাধিক জায়গা মিলিয়ে মোট দশটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু হল।
মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান : আর চিন্তা নেই। প্রত্যন্ত জঙ্গলমহলে এবার দুয়ারে চিকিৎসা পরিষেবা। মেদিনীপুর জেলায় শালবনি সহ একাধিক জায়গা মিলিয়ে মোট দশটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু হল। মেদিনীপুর পৌর এলাকার মানুষের জন্য স্বাস্থ্যপরিষেবায় এক নতুন উদ্যোগ। চালু হল ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র।
মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে মেদিনীপুর পৌরসভার সামনে থেকে এই পরিষেবার সূচনা করেন পৌরপ্রধান সৌমেন খান। উপস্থিত ছিলেন বিভাগীয় সিআইসি ইন্দ্রজিৎ পানিগ্রাহী, পৌরসভার নির্বাহী আধিকারিক ও অন্যান্য পদস্থ কর্মীরা। এই উদ্যোগের লক্ষ্য, শহরের প্রত্যেক নাগরিককে সহজে, দ্রুত ও সুলভে চিকিৎসার সুবিধা দেওয়া, বিশেষত প্রবীণ ও কর্মব্যস্ত মানুষের জন্য।
advertisement
আরও পড়ুন : মধ্যরাতে দাউদাউ করে আগুন, চন্দ্রকোনা রোডে পুড়ে ছাই দোকান! অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা
advertisement
এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র আসলে এক চলমান ছোট হাসপাতাল। থাকছেন যোগ্য চিকিৎসক, সঙ্গে প্রশিক্ষিত ফার্মাসিস্ট। রোগীদের জন্য প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। এখানে ৩২ রকমের ব্লাড টেস্ট করানোর সুযোগ থাকবে। ডায়াবেটিস, থাইরয়েড, কিডনি, লিভারসহ নানা জরুরি স্বাস্থ্যপরীক্ষা করা যাবে কোনও ভিড় বা ঝামেলা ছাড়াই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উন্নত সরঞ্জাম ও সুশৃঙ্খল ব্যবস্থায় সাধারণ মানুষ পাবেন শহরেই আধুনিক স্বাস্থ্যসেবার সুবিধা। মেদিনীপুর পৌরসভা জানিয়েছে, নির্দিষ্ট সূচী অনুযায়ী এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র প্রতিটি ওয়ার্ডে যাবে। প্রয়োজনে বিশেষ স্বাস্থ্যক্যাম্পেরও আয়োজন করা হবে। মানুষের বাড়ির একেবারে কাছেই রক্তপরীক্ষা, চিকিৎসা ও ওষুধ মিলবে। তাই এই উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ রয়েছে চোখে পড়ার মত। এই মানবিক পদক্ষেপে মেদিনীপুর শহর আরও এক ধাপ এগোল সহজলভ্য স্বাস্থ্যপরিষেবার পথে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
November 20, 2025 10:12 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mobile Medical Unit: ছোটখাটো কারণে ছুটতে হবে না হাসপাতাল, শালবনিতে এবার দুয়ারেই স্বাস্থ্য পরিষেবা! পাওয়া যাবে ওষুধও
