Fire At Shop: মধ্যরাতে দাউদাউ করে আগুন, চন্দ্রকোনা রোডে পুড়ে ছাই দোকান! অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

Last Updated:

Fire At Shop: চন্দ্রকোনা রোড সেন্ট্রাল বাস স্ট্যান্ডে গভীর রাতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

দোকানে অগ্নিকাণ্ড 
দোকানে অগ্নিকাণ্ড 
চন্দ্রকোনা রোডে, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান : চন্দ্রকোনা রোডে গভীর রাতে দোকানে অগ্নিকাণ্ড, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। চন্দ্রকোনা রোড সেন্ট্রাল বাস স্ট্যান্ডে গভীর রাতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। রাত প্রায় ১২টা নাগাদ হঠাৎই বাস স্ট্যান্ডের একটি দোকান থেকে আগুনের শিখা বেরোতে দেখা যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পথচারী ও আশপাশের বাসিন্দারা।
মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বেড়ে যাওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। দোকানঘেঁষা অন্যান্য স্টল ও ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকাবাসী ছুটে এসে উদ্ধারকাজেও হাত লাগান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা রোড থানার পুলিশ। একইসময়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীরা প্রায় কিছুক্ষণ ধরে চেষ্টা চালিয়ে অবশেষে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
advertisement
advertisement
দমকল সূত্রের খবর, দেরি হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত। ঘটনায় যদিও প্রাণহানির কোনও খবর নেই। তবে দোকানের ভেতরে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে বেশ উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে। অনেকেরই আশঙ্কা, আগুনের তীব্রতা আরও কিছুক্ষণ অব্যাহত থাকলে পার্শ্ববর্তী দোকানগুলিও বড়সড় ক্ষতির মুখে পড়তে পারত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দোকানে বিদ্যুতের তারের অবস্থা এবং অন্যান্য বৈদ্যুতিক সংযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire At Shop: মধ্যরাতে দাউদাউ করে আগুন, চন্দ্রকোনা রোডে পুড়ে ছাই দোকান! অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ !

  • আগামী কয়েকদিনে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement