নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের নিকুঞ্জনগর গ্রামে হরিনাম আসরে সোনার হার ছিনতাই করে হাতেনাতে ধরা পড়ে গেল চোর। এক-এক করে পাঁচজনকে একত্রিত করা হলেও, বাকি এক অথবা দুজন এলাকা থেকে চম্পট দিয়েছেন। ধৃত পাঁচ মহিলা চোরের দলকে এলাকার মহিলারা ক্লাব ঘরে আটকে তালা লাগিয়ে খবর দেন পুলিশকে। জিজ্ঞাসাবাদ চললেও তাদের নাম কিংবা ঠিকানা কিছুই স্পষ্টভাবে জানা যায়নি। এমনকি হাতের মোবাইল পর্যন্ত হাত সাফাই হয়ে গিয়েছে আগেই। শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়।
advertisement
সরস্বতী মান্না বলেন, ‘ভিড়ের মাঝে তাদের দেখে বোঝার উপায় ছিল না। সাধারণ ভক্তদের তুলনায় অতি উৎসাহের সঙ্গে দু হাত তুলে তাঁরা নাম গানে মত্ত হয়েছিলেন। কিন্তু এরই মাঝে আমাকে ঘিরে ধরে তাদের একজন ছিনতাই করে, তারপরেই হয় হাতবদল।’ বহু জায়গায় কীর্তনে এসে সোনার হার চুরি গিয়েছে এই রকম সংখ্যা কম নয়।
মিনা পান্ডা ,পার্বতী সাউ,গীতা দাস, পূজা ঘোষ, শান্তনা পাসোয়ান ধৃত এই পাঁচ মহিলা নিজেদের নাম জানালেও ঠিকানা স্পষ্ট জানা সম্ভব হয়নি এখনও পর্যন্ত। তবে তাঁদের দলে আরও এক পুরুষ এবং মহিলা ছিলেন সে কথা স্বীকার করেছেন তাঁরা। তবে সোনার গহনা তাঁরা কোথায় সরালেন সে ব্যাপারে স্পষ্ট জানা যায়নি এবং তারা যে চার চাকা গাড়িতে এসেছিলেন তাও স্বীকার করেছেন। এলাকার মহিলাদের এক একজন একএক রকম অনুমান করেছেন। কেউ বলছেন, ওরা সোনার হার খেয়ে ফেলেছে, কেউ বলছে ওরা শরীরের কোনও গোপন অংশে লুকিয়ে রেখেচেন। অনেকে বলছেন হাত সাফাই করে তারা অন্যত্র পাঠিয়ে দিয়েছেন।
