এদিন বৃহস্পতিবার সকাল সকাল এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। পুলিস সূত্রে খবর, মৃত ওই টোটো চালকের নাম দেরাজ শেখ। তার বাড়ি সুতি থানার গাজীপুরে। দুর্ঘটনার পর জাতীয় সড়কে বিশাল আকারের যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। যদিও পরে পুলিশ এসে তা স্বাভাবিক করে।
advertisement
আরও পড়ুন : ২০ বছর ধরে বেতন পান না এক টাকাও, অথচ বিভিন্ন স্কুলে শেখান অঙ্ক, বাংলা! ৬৫ বছরেও রক্তে সতেজ শিক্ষকতা
এদিকে সকালে এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার। বাসুদেবপুরের দিক থেকে সাজুর মোড়ের দিকে যাচ্ছিল টোটোটি। সেই সময় নতুন জালাদিপুর সংলগ্ন ধরম কাটার সামনে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। যার কারণে মৃত্যু হয় চালকের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্তমানে সরকারি নির্দেশ অনুযায়ী জাতীয় সড়কে টোটো চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু বহুক্ষেত্রেই দেখা যায় নিয়ম ভঙ্গ করার প্রবণতা। তেমনি এখানেও জাতীয় সড়কে টোটোর অবাধ চলাচল। যার কারণে নিত্যদিন টোটোর দুর্ঘটনা ঘটে। এদিন সকালে টোটো দাড়িয়ে থাকা অবস্থায় ধাক্কা মারে লরি। টোটোটি যাত্রী নেওয়ার অপেক্ষা করছিল। আর তখনই পিছন থেকে এসে লরি ধাক্কা মারে। আৎ এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে টোটো চালক দেরাজ শেখের। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।






