Bihar Assembly Oath Ceremony: জোর প্রস্তুতি গান্ধি ময়দানে...মোদি-শাহের উপস্থিতিতেই বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
বুধবার বিজেপির সম্রাট চৌধুরীকে বিধায়কদের দলনেতা হিসাবে নির্বাচিতকরেছে, বিজয় কুমারকে দেওয়া হয়েছে ডেপুটি লিডার পদ৷ তাতে এটাই স্পষ্ট যে এঁরা দু’জনই হতে চলেছেন বিহারের এনডিএ সরকারের উপ-মুখ্যমন্ত্রী৷
পটনা: আর কয়েক ঘণ্টা৷ তারপরেই দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন নীতীশ কুমার। আজ, বৃহস্পতিবার ঐতিহাসিক গান্ধি ময়দানে বেলা ১১:৩০টায় হবে শপথগ্রহণ।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মতো মোদি মন্ত্রিসভার একাধিক মন্ত্রী। উপস্থিত থাকবেন চন্দ্রবাবু নায়ডু, একনাথ শিণ্ডেরাও।
বুধবার বিজেপির সম্রাট চৌধুরীকে বিধায়কদের দলনেতা হিসাবে নির্বাচিতকরেছে, বিজয় কুমারকে দেওয়া হয়েছে ডেপুটি লিডার পদ৷ তাতে এটাই স্পষ্ট যে এঁরা দু’জনই হতে চলেছেন বিহারের এনডিএ সরকারের উপ-মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
VIDEO | Patna, Bihar: Preparations underway at Gandhi Maidan where Nitish Kumar will take as CM for the 10th time. People have started arrive for the event.
Prime Minister Narendra Modi, Union Home Minister Amit Shah, and several top NDA leaders are expected to attend the… pic.twitter.com/GSroCYTW0k
— Press Trust of India (@PTI_News) November 20, 2025
advertisement
২০২৫ সালের বিহার নির্বাচনে জেডি(ইউ) এবং বিজেপির নেতৃত্বে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ২০২টিতে জেতে। বিজেপি পেয়েছে ৮৯টি আসন, জেডি(ইউ) ৮৫টি, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ১৯টি, হিন্দুস্তানি আওম মোর্চা (ধর্মনিরপেক্ষ) পাঁচটি এবং রাষ্ট্রীয় লোক মোর্চা চারটি আসন পেয়েছে।
advertisement
জানা যাচ্ছে, নীতীশ কুমারের সঙ্গে ২২ জন মন্ত্রীও মন্ত্রিপদে শপথ নিতে পারেন৷ মন্ত্রিত্ব পেতে পারে ৯ মন্ত্রী, জেডি(ইউ) ১০, চিরাগ পাসোয়ানের LJP (Ram Vilas) ৩টি ও জিতন রাম মাজর হিন্দুস্তানি আওয়ামি মোর্চা এবং উপেন্দ্র কুশাওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা পেতে পারে ১টি করে মন্ত্রিত্ব৷
advertisement
পরবর্তী স্পিকার হিসাবে জোর চর্চায় রয়েছে প্রবীণ জেডি(ইউ) নেতা বিজয় চৌধুরীর নাম৷ রয়েছে প্রবীণ বিজেপি নেতা প্রেম কুমারের নামও৷
নীতীশের নতুন মন্ত্রিসভায় ৫-৬ টি নতুন মুখ পাওয়ার যাবে বলে মনে করা হচ্ছে৷ তার মধ্যে দু’টি থাকবে এলজেপি(রাম বিলাস) ও হ্যাম পার্টির জন্য৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bihar
First Published :
November 20, 2025 9:50 AM IST

