কয়েক দশক আগে উদ্যোক্তারা জানিয়েছেন, নাট্যোৎসব চলবে ৩১ ডিসেম্বর অবধি। এবার এই নাট্যোৎসব ২৫ বছরে পড়ল। পাঁচদিনে থাকছে মোট ন’টি একাঙ্ক নাটক ও দু’টি পূর্ণাঙ্গ নাটক। ‘অঙ্গন বেলঘরিয়া’, বর্ধমানের ‘অন্য ভাবনা’, দক্ষিণেশ্বর কোমলগান্ধার, বিভাব নাট্য একাডেমি, ইছাপুর আলেয়ার মত বাংলার বিভিন্ন স্বনামধন্য নাট্যদল এই নাট্যোৎসবে তাদের নাটক মঞ্চস্থ করবে। পাশাপাশি, কাজরীর কলাকুশলীরাও মোট তিনখানি নাটক মঞ্চস্থ করবে।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকের ভয় কাটবে নিমেষে! এবার অভিনব উদ্যোগ নিল এই নাট্যদল
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়োজক সংস্থার সভাপতি সংশিতব্রত মুখার্জী জানিয়েছেন, “অন্যান্যবার নাট্য উৎসব তিনদিনের হলেও এবার রজতজয়ন্তী বর্ষ উপলক্ষ্যে নাট্যোৎসব পাঁচদিনের। দু’টি নাটকের মঞ্চের পাশাপাশি মুক্তমঞ্চে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। নাটক উপলক্ষ্যে উদং-ফতেপুর বাসস্ট্যান্ড থেকে উদং হাইস্কুল অব্ধি কয়েকশো মিটার সেজে উঠেছে তোরণ, কাট আউট সহ নানা সাংস্কৃতিক ভাবনায়। সন্ধ্যায় নাটক দেখতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলে।” শুক্রবার এই নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মর্মর মুখোপাধ্যায়, আমতা থানার ওসি অজয় সিং, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অভি সেনগুপ্ত, বিশিষ্ট উদ্যোগপতি বসন্ত আগরওয়াল সহ অন্যান্যরা।
আরও পড়ুন: কেউ শুয়ে, কেউ বসে! শীত পড়তেই কলকাতার পাশের এই গার্ডেনে সময় কাটাতে ছুটে আসছেন পর্যটকরা
এ প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, “গ্রামের মানুষ সারা বছর অপেক্ষায় থাকে এই নাট্য উৎসবের। এই বর্তমান সময়েও টেলিভিশন স্মার্টফোন ছেড়ে নাটক দেখার অধীর আগ্রহে থাকে এখানকার মানুষ।”
রাকেশ মাইতি





