Purulia News: জমে যাবে পুরুলিয়া ট্যুর! পর্যটকদের মন মাতাচ্ছে রাস উৎসব ও মেলা, ৭৯ বছরের ঐতিহ্য আজও অটুট
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: রাস পূর্ণিমার পাঁচ দিন পর থেকে এখানে রাস উৎসবের সূচনা হয়। অর্থাৎ সমস্ত জায়গায় যখন রাসের সমাপ্তি ঘটে তখন এই জায়গায় রাস উৎসবের সূচনা হয়। এই উৎসবকে কেন্দ্র করে বসে মেলা, যা পুরুলিয়া জেলার বৃহত্তম মেলা বলেই মনে করেন জেলাবাসী।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি হল রাস। শ্রীকৃষ্ণের ব্রজলীরার ভাবধারাকে অনুকরণ করে এই উৎসবের সূচনা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে মহা ধুমধামের সঙ্গে এই উৎসব পালিত হয়। পুরুলিয়া জেলাতেও রাসের বিরাট মাহাত্ম্য রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে রাস উৎসব পালিত হয়। তবে তার মধ্যে ব্যতিক্রমীভাবে রাস উদযাপন করা হয় পুরুলিয়া শহরের ২০ নম্বর ওয়ার্ডে রাসমেলা ময়দানে।
রাস পূর্ণিমার পাঁচ দিন পর থেকে এখানে রাস উৎসবের সূচনা হয়। অর্থাৎ সমস্ত জায়গায় যখন রাসের সমাপ্তি ঘটে তখন এই জায়গায় রাস উৎসবের সূচনা হয়। এই উৎসবকে কেন্দ্র করে বসে মেলা, যা পুরুলিয়া জেলার বৃহত্তম মেলা বলেই মনে করেন জেলাবাসী। প্রায় দেড় মাস ধরে এই মেলা চলে। থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এই মেলাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে আবেগ ও উৎসাহ তুঙ্গে থাকে। নানা দোকানের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। শুধু শহর নয়, জেলার বিভিন্ন প্রান্ত এমনকি ভিনরাজ্য থেকেও বহু মানুষ এই মেলায় আসেন। এছাড়াও এই সময় যে সমস্ত পর্যটকেরা পুরুলিয়ায় বেড়াতে আসেন তাঁরাও এই মেলায় ঢুঁ মেরে যান।
advertisement
আরও পড়ুনঃ কাটোয়ার পর পানুহাটের পালা! ধুমধাম করে সম্পন্ন হল ঐতিহ্যবাহী কার্তিক লড়াই, বাড়ি বসেই দেখুন বর্ণাঢ্য শোভাযাত্রা
এই বিষয়ে রাস মেলা কমিটির সদস্য কল্যাণ ধীবর বলেন, এই রাস উৎসব ও মেলা ৭৯ তম বর্ষে পদার্পণ করেছে। তাঁদের পূর্বপুরুষেরা পুরুলিয়ার অন্যতম বিখ্যাত জয়পুরের রাস উৎসব ও মেলা দেখতে গিয়েছিলেন। সেই সময় ফিরে এসে তাঁরা এই রাস মেলা করার পরিকল্পনা নেন। কিন্তু রাস পূর্ণিমা পেরিয়ে যাওয়ার কারণে স্থানীয় পুরোহিতদের পরামর্শে পূর্ণিমার পাঁচ দিন পর থেকে তাঁরা রাস উৎসব ও মেলার সূচনা করেন। বছরের পর বছর সেই রীতিকে বজায় রেখে এই রাস উৎসবের সূচনা হয়। বর্তমানে এই উৎসব জেলার অন্যতম আকর্ষণ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে রাস মেলায় আসা দর্শনার্থীরা বলেন, পুরুলিয়ার এই রাস উৎসব খুবই বিখ্যাত। সারা বছর তাঁরা এই উৎসবের অপেক্ষায় থাকেন। এই বছর নিত্যনতুন বহু আকর্ষণ রয়েছে এই মেলায়। এখানে এসে খুবই ভাললাগছে। ভক্তের সঙ্গে ভগবানের মিলন উৎসব রাস। এই উৎসবটি কেন্দ্র করে আনন্দে মেতে ওঠে আপামর পুরুলিয়াবাসী। ৭৯ বছর ধরে নিজের ঐতিহ্য বয়ে চলেছে পুরুলিয়ার রাস উৎসব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
November 20, 2025 4:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: জমে যাবে পুরুলিয়া ট্যুর! পর্যটকদের মন মাতাচ্ছে রাস উৎসব ও মেলা, ৭৯ বছরের ঐতিহ্য আজও অটুট
