Kartik Lorai: কাটোয়ার পর পানুহাটের পালা! ধুমধাম করে সম্পন্ন হল ঐতিহ্যবাহী কার্তিক লড়াই, বাড়ি বসেই দেখুন বর্ণাঢ্য শোভাযাত্রা

Last Updated:

Panuhat Kartik Lorai: কাটোয়া শহর লাগোয়া পানুহাটেও জাঁকজমকভাবে কার্তিক পুজো হয়। এখানকার কিছু ক্লাবের তরফ থেকে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় থিম প্রতিমাও করা হয়। থিম প্যান্ডেল দেখার জন্য বহু মানুষ ভিড় জমান।

+
পানুহাটের

পানুহাটের কার্তিক লড়াই

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ ঐতিহ্যবাহী লোক উৎসব কাটোয়ার কার্তিক লড়াই। এই উৎসবকে কেন্দ্র করে অপেক্ষায় থাকেন সমগ্র শহরবাসী। ভিন জেলা এমনকি ভিন রাজ্য থেকেও অনেকে কার্তিক লড়াই দেখার জন্য কাটোয়া শহরে ভিড় জমান। মঙ্গলবার সম্পন্ন হয়েছে কাটোয়ার কার্তিক লড়াই। তবে কাটোয়ার কার্তিক লড়াইয়ের পরের দিনই আরও এক জায়গায় লড়াই হয়। সেই জায়গার নাম পানুহাট।
কাটোয়া শহর লাগোয়া পানুহাটেও জাঁকজমকভাবে কার্তিক পুজো হয়। এখানকার কিছু ক্লাবের তরফ থেকে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় থিম প্রতিমাও করা হয়। থিম প্যান্ডেল দেখার জন্য বহু মানুষ ভিড় জমান। কাটোয়ার কার্তিক লড়াইয়ের পরের দিনই পানুহাটের লড়াই তথা শোভাযাত্রা হয়।
আরও পড়ুনঃ ভাঙনে দিশেহারা পড়ুয়াদের কাছে শিক্ষার আলো পৌঁছল ডিওয়াইএফআই! ভুতনিতে শুরু বিনামূল্যে পাঠশালা
এই শোভাযাত্রা পানুহাটের লড়াই নামেই বহুল পরিচিত। এখানে অংশগ্রহণ করে ছোট-বড় একাধিক ক্লাব। শোভাযাত্রায় থাকে আলোকসজ্জা, প্রতিমা সহ বিভিন্ন আকর্ষণীয় বাজনা। প্রত্যেক বছরের মতো এবারেও কাটোয়ার কার্তিক লড়াইয়ের পরের দিন অর্থাৎ বুধবার সম্পন্ন হল পানুহাটের লড়াই।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাটোয়া শহরে প্রশাসনের তরফে যেমন রুট ঠিক করে দেওয়া হয়েছিল, এখানেও একইভাবে ছিল নির্দিষ্ট রুট। শোভাযাত্রা দেখার জন্য ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। এছাড়া সবটা যাতে ভালভাবে সম্পন্ন হয়, সেই জন্য ছিল কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে, কাটোয়ার কার্তিক লড়াইয়ের মতোই জমজমাটভাবে সম্পন্ন হল পানুহাটের লড়াই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kartik Lorai: কাটোয়ার পর পানুহাটের পালা! ধুমধাম করে সম্পন্ন হল ঐতিহ্যবাহী কার্তিক লড়াই, বাড়ি বসেই দেখুন বর্ণাঢ্য শোভাযাত্রা
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement