Malda: ভাঙনে দিশেহারা পড়ুয়াদের কাছে শিক্ষার আলো পৌঁছল ডিওয়াইএফআই! ভুতনিতে শুরু বিনামূল্যে পাঠশালা

Last Updated:

DYFI: মালদহের ভুতনিতে শুরু হল বিনামূল্যে স্থায়ী পাঠশালা। বন্যা কবলিতদের জন্য বামফ্রন্টের DYFI সংগঠনের উদ্যোগে চালু হল সুবোধ চৌধুরী নামক পাঠশালা। যেখানে পড়ানো হবে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের।

+
মালদহের

মালদহের ভুতনিতে বিনামূল্যে পাঠশালা 

মালদহ, জিএম মোমিন: গঙ্গায় তলিয়েছে বাড়িঘর ভিটে মাটি, বাদ পড়েনি স্কুল। বাড়ি ঘরের সঙ্গে বিলীন হয়েছে বাড়ির আসবাবপত্র-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। শুধু তাই নয়, টানা চার মাস ব্যাপী জলমগ্ন অবস্থায় দিন কাটিয়েছেন মালদহের ভুতনি দ্বীপের বাসিন্দারা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও খোলা আকাশের নিচেই দিন কাটছে বাড়িঘর ভিটেমাটি হারানো পরিবার। নেই কোনরকম স্বাস্থ্য ব্যবস্থা। হয়নি শিক্ষার ক্ষেত্রে সম্প্রসারণ। তাই এবার এলাকায় শিক্ষার আলোকে ফুটিয়ে তুলতে উদ্যোগী হল বামফ্রন্টের ডি.ওয়াই.এফ.আই সংগঠন।
মালদহের ভুতনি দ্বীপে শুরু হল বিনামূল্যে স্থায়ী পাঠশালা। বামফ্রন্টের ডি.ওয়াই.এফ.আই সংগঠনের উদ্যোগে চালু করা হল সুবোধ চৌধুরী নামক পাঠশালা। যেখানে পড়ানো হবে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শতাধিক পড়ুয়াদের।
আরও পড়ুনঃ স্বমহিমায় কেষ্ট! দুবরাজপুরে কালীপুজোর উদ্বোধনে এসে পৌরসভার উপর বেজায় চটলেন, চেয়ারম্যানকে কড়া নির্দেশ অনুব্রতর
এদিন মালদহের ভুতনির কার্তিকটোলা গ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যের এই পাঠশালার। ডি.ওয়াই.এফ.আই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা জানান, “ভুতনির বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও ৭০০ পরিবার এখনও খোলা আকাশের নিচে বাঁধের উপর বসবাস করছেন। নেই কোন‌ও স্বাস্থ্য ব্যবস্থা, নেই কোনরকম শিক্ষাদানের পরিকল্পনা। তাই সেই দুর্গত বাসিন্দাদের জন্য স্থায়ী স্বাস্থ্য এবং স্থায়ী পাঠশালার ব্যবস্থা করা হল। যেখানে স্থায়ী শিক্ষকরা নিয়মিত পড়াশোনা করাবেন পড়ুয়াদের।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আপাতত চারজন শিক্ষককে স্থায়ীভাবে এই পাঠশালায় নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তৈরি করা হয়েছে স্থায়ী একটি স্বাস্থ্য কেন্দ্র যেখানে পরিষেবা মিলবে রোগীদের। সূচনার দিনেই প্রায় ২০০ জন পড়ুয়া অংশ নেয় এই পাঠশালায়। আগামীতে আরও শতাধিক পড়ুয়া এই পাঠশালায় আসবে বলে দাবি ডি.ওয়াই.এফ.আই নেতৃত্বের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda: ভাঙনে দিশেহারা পড়ুয়াদের কাছে শিক্ষার আলো পৌঁছল ডিওয়াইএফআই! ভুতনিতে শুরু বিনামূল্যে পাঠশালা
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement