Circus: বারুইপুরে হাজির মস্ত কিংকং! সার্কাসে গোরিলার সঙ্গে সেলফি তোলার সে কী হিড়িক, রয়েছে রাশিয়ান দম্পতির চমক
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Baruipur Circus: বারুইপুর রাসমাঠে চলছে সার্কাস। বিকেল হতেই কচিকাঁচাদের নিয়ে ভিড় করছেন বাবা-মায়েরা। এবার সার্কাসে খেলা দেখাচ্ছে কিংকং। খেলা দেখাতে এসেছেন রাশিয়ান শিল্পীরাও। ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে সার্কাস।
advertisement
সার্কাসে খেলা দেখাচ্ছে। জানাও গিয়েছে, এই কিংকং নাকি বাঙালি। তাঁর নাম, বীরেশ্বর মাহাতো। পুরুলিয়ার ছেলে। ভুল বোঝার আগে বলে ফেলা ভাল, কিংকং আসলে কাল্পনিক জন্তু। একটি বিশালাকার গোরিলা। ৯০ বছর আগে মেরিয়ান কুপার নামে এক চলচ্চিত্র পরিচালক কিংকং চরিত্রটি তৈরি করে সিনেমা বানিয়েছিলেন। সেটি চূড়ান্ত হিট হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
দু'বছর ধরে সার্কাসে কাজ করছেন বীরেশ্বর। তাঁর বাবা কৃষক। কিংকং স্পষ্ট বাংলায় জানালেন, 'সার্কাসে আসার আগে গাড়ি চালাতাম। কিন্তু সংসার চলত না। তাই বাড়তি রোজগারের আশায় সার্কাসে যোগ দিয়েছিলাম। এখন আমার মোটামুটি চলে যাচ্ছে। ছুটি নিয়ে বাড়ি যাই। পরিবারের সঙ্গে দেখা হয়। দর্শকরা হাততালি দিলে বা সেলফি তুলতে এলে খেলা দেখানো সার্থক হয়।' (ছবি ও তথ্য: সুমন সাহা)





