Purba Burdwan News: শান্ত জলের তলায় লুকিয়ে মৃত্যুর ইতিহাস! শূলি পুকুর থেকে 'জীবন সায়র' হয়ে ওঠার রোমহর্ষক কাহিনি জানেন না অনেকেই

Last Updated:

Purba Burdwan News: বর্ধমান রাজবাড়ির অদূরেই অবস্থিত এক শান্ত জলাশয়। কিন্তু এই শান্ত জলের নিচেই লুকিয়ে আছে এক শিহরণ জাগানো অতীত। কীভাবে 'শূলি পুকুর' হয়ে উঠল 'জীবন সায়র'?

+
শূলি

শূলি পুকুর

বর্ধমান, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: বর্ধমান রাজবাড়ির অদূরেই অবস্থিত এক শান্ত জলাশয়। কিন্তু এই শান্ত জলের নিচেই লুকিয়ে আছে এক শিহরণ জাগানো অতীত। জানেন কী সেই ইতিহাস? লোকমুখে প্রচলিত কাহিনি শুনলে আজও গায়ে কাঁটা দেয়! ইতিহাসের পাতা উলটে দেখা যায়, বর্ধমান রাজ আমলে অপরাধ দমনের জন্য ছিল কঠোর ব্যবস্থা। শোনা যায়, রাজ আমলে বর্ধমানের এই পুকুরে শূলে চড়িয়ে দেওয়া হত শাস্তি। যারা দস্যুবৃত্তির সঙ্গে যুক্ত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দানের জন্যই রাজবাড়ির অদূরে তৈরি করা হয় শূল এবং তাকে কেন্দ্র করে তৈরি করা হয় পুষ্করিণী। যা শূলি পুকুর নামে পরিচিত।
পরবর্তীকালে এই পুকুরের নাম পরিবর্তন করে করা হয় জীবন সায়র। এই শূল ও পুষ্করিণী ঠিক কোন রাজার আমলে তৈরি হয়, তা জানা যায়নি। তবে ১৯৭০-এর দশকেও পুকুরের মাঝে শূলটি দেখা যেত বলে জানা যায়। পুকুরের মাঝে শূল থাকার জন্য এই পুকুর শূলিপুকুর নামে পরিচিত। রাজ আমলে প্রতিষ্ঠিত এই শূলিপুকুরের নাম দীর্ঘ কয়েক বছর পর ২০২১ সালে ৩০ জুলাই পরিবর্তন হয় বর্ধমান উন্নয়ন পর্ষদের হাত ধরে।
advertisement
আরও পড়ুনঃ বারুইপুরে হাজির মস্ত কিংকং! সার্কাসে গোরিলার সঙ্গে সেলফি তোলার সে কী হিড়িক, রয়েছে রাশিয়ান দম্পতির চমক
নবরূপে ওই পুকুরের সৌন্দর্য্যায়নের পর তৎকালীন বিডিএ-র চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায় এর নতুন নামকরণ করেন। শূলিপুকুরের নাম পরিবর্তন হয়ে নতুন নামকরণ করা হয় ‘জীবন সায়র’। নবরূপে সাজিয়ে তোলা হয় বর্ধমানের রাজ আমলের ইতিহাসের সঙ্গে যুক্ত শূলিপুকুরকে। যদিও বর্তমানে পুকুর পাড়ের বেহাল দশা। পুকুরের চারিদিকে ভর্তি প্লাস্টিক ও আবর্জনা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভাঙনে দিশেহারা পড়ুয়াদের কাছে শিক্ষার আলো পৌঁছল ডিওয়াইএফআই! ভুতনিতে শুরু বিনামূল্যে পাঠশালা
বর্ধমানের বিশিষ্ট ইতিহাসবিদ সর্বজিৎ যশ জানান, কবে বা কোন রাজার আমলে এই শূলিপুকুর প্রতিষ্ঠিত হয় তা জানা যায়নি। এমনকি এই পুকুরে যে শূলে কাউকে চড়ানো হয়েছিল, এমন ইতিহাসও মেলে না। মানুষকে অপরাধের ভয়াবহতা বোঝাতে এবং অপরাধ থেকে দূরে রাখতেই এই শূল প্রতিষ্ঠা করা হয়ে থাকতে পারে বলে মত তাঁর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ আমলে এই পুকুরের পাড়ে ছিল ঘোড়ার আস্তাবল। ঘোড়ারা এই পুকুরে জল খেত। জল অর্থাৎ জীবন তাই শূলি পুকুর নাম পরিবর্তন করে জীবন সায়র নাম দেওয়া হয়েছে বলে জানান সর্বজিৎ। সময়ের সঙ্গে সঙ্গে মুছে গিয়েছে রাজতন্ত্র, বদলেছে প্রেক্ষাপট। যে পুকুরের নামই একসময় মৃত্যুর বিভীষিকা বহন করত, পরবর্তীকালে তার নাম পরিবর্তন করা হয়। অতীতকে পিছনে ফেলে নতুন করে এর নামকরণ করা হয় ‘জীবন সায়র’। কিন্তু আজও এলাকাবাসীর কাছে এই পুকুর শূলিপুকুর নামে পরিচিত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Burdwan News: শান্ত জলের তলায় লুকিয়ে মৃত্যুর ইতিহাস! শূলি পুকুর থেকে 'জীবন সায়র' হয়ে ওঠার রোমহর্ষক কাহিনি জানেন না অনেকেই
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement