Skin Care: শালবীজের কামাল, কসমেটিক ছাড়াই ত্বক হবে পূর্ণিমার জ্যোৎস্নার মতো ঝলমলে! নতুন প্রকল্পে আয়ের দিশাও দেখছে আদিবাসীরা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
শালপাতার পাশাপাশি শালবীজ থেকেও আয়ের নতুন দিশা দেখাল দুর্গাপুরের কেন্দ্রীয় গবেষণাগারের গবেষকরা।জঙ্গলে দিনের পর দিন পড়ে থাকা শালবীজই বদলে দেবে আদিবাসীদের ভাগ্য।
দুর্গাপুর, দীপিকা সরকার: দুর্গাপুর বন দফতরের গভীর শালবনের শালপাতাকে কাজে লাগিয়েই জীবন জীবিকা অর্জন করে আসছেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ। কিন্তু সেই উপার্জন যথেষ্ট ছিল না। এবার শালপাতার পাশাপাশি শালবীজ থেকেও আয়ের নতুন দিশা দেখাল দুর্গাপুরের কেন্দ্রীয় গবেষণাগারের গবেষকরা। জঙ্গলে দিনের পর দিন পড়ে থাকা শালবীজই বদলে দেবে আদিবাসীদের ভাগ্য। কেমিক্যাল ভরা বাজারের কসমেটিকের বিকল্প হিসেবে সম্পূর্ণ প্রাকৃতিক বাটার ও স্কিন কেয়ার প্রোডাক্ট তৈরির লক্ষ্যে দেশের প্রথম পাইলট প্রোজেক্ট শুরু করল দুর্গাপুর সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (CMERI)। এই প্রকল্পে শালবীজ সংগ্রহ, বীজ থেকে বাটার নিষ্কাশন এবং কাঁচামাল প্রক্রিয়াকরণের দায়িত্ব থাকছে স্থানীয় কাঁকসার জঙ্গলমহলের মলানদিঘীর আদিবাসী সম্প্রদায়ের হাতে।
এলাকায় রয়েছে লক্ষ লক্ষ শাল গাছ। গবেষকরা বলছেন, “শালবীজের বাটার আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদাসম্পন্ন। যদি এই মডেল সফল হয়, তাহলে আদিবাসী সমাজে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং ভারত প্রথমবারের মতো শালবীজ নির্ভর কসমেটিক শিল্পে জায়গা করে নেবে।” বিশেষজ্ঞদের মতে, শালবীজের বাটারে থাকে হাইড্রেটিং ফ্যাট। কোনও সিনথেটিক কেমিক্যাল নেই, ত্বকের জন্য অ্যালার্জিমুক্ত ও পরিবেশবান্ধব। প্রকল্প সফল হলে ভবিষ্যতে শালবীজ বডি লোশন, লিপ বাম, হেয়ার ক্রিম সহ বহু স্কিন কেয়ার পণ্য বাজারে আসতে পারে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা বুধিরাম কিঙ্কু বলেন, “যে জিনিসটা আমরা আগে ফেলে দিতাম, আজ সেটাই আমাদের আয় দেবে। এটা আমাদের জীবন পাল্টে দিতে পারে।আমাদের সঙ্গে বিশেষজ্ঞরা কথা বলেছেন। এলাকাতে মাঝে মধ্যে আসেন। আমাদেরকেও গবেষণা করে ডাকেন। তাড়াতাড়ি এই প্রকল্প শুরু হলে আমরা উপকৃত হব।” কেন্দ্রীয় গবেষণাগারের ডিরেক্টর নরেশ চন্দ্র মুর্মু বলেন, “আমরা এই প্রকল্প পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করেছিলাম। প্রথম পর্যায়ে শেষ হয়েছে। উৎসাহিত রয়েছে আদিবাসীরা। আমরা আফ্রিকার একটি দেশে এই দেখেছিলাম পরিবেশবান্ধব এক ধরনের বীজ দিয়ে রূপচর্চার কসমেটিক বানান হচ্ছে। সেই দেখেই আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম। এবার আমরা পড়ে থাকা শালবীজ থেকে রূপচর্চার কসমেটিক তৈরি করার গবেষণা চালাচ্ছি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাইলট প্রজেক্ট শেষ হয়েছে। শাল বীজ থেকে বাটার তৈরির যন্ত্রাংশ দেওয়া হবে তাদের। নিজেরাই তৈরি করে বড় বড় রূপচর্চার কসমেটিক কোম্পানির হাতে তুলে দিতে পারব। আন্তর্জাতিক বহু রূপচর্চার কোম্পানি কসমেটিক তৈরির জন্য প্রাকৃতিক সামগ্রীর ওপর জোর দিচ্ছে। তাদের হাতে শাল বীজের বাটার এবং তেল তুলে দিতে পারবে আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষ। এই কাজ অত্যন্ত লাভজনক হবে বলে তাঁরা আশাবাদী।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Durgapur,Barddhaman,West Bengal
First Published :
November 20, 2025 4:32 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Care: শালবীজের কামাল, কসমেটিক ছাড়াই ত্বক হবে পূর্ণিমার জ্যোৎস্নার মতো ঝলমলে! নতুন প্রকল্পে আয়ের দিশাও দেখছে আদিবাসীরা

