ব্যাটারি সারাই করতে গিয়ে কেলেঙ্কারি! ভয়ঙ্কর দুর্ঘটনা, দাউ দাউ করে জ্বলে উঠল কম্পিউটার দোকান, আগুনে পুড়ে ভস্মীভূত সর্বস্ব
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
আগুনে দোকানের একাধিক ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, বিভিন্ন মেশিন ও মূল্যবান ইলেকট্রনিক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।
কার্তিক পুজোর আনন্দ শেষ হতে না হতেই ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ ১৮ নম্বর ওয়ার্ডের সার্কাস ময়দান সরৎপল্লি সংলগ্ন একটি জনপ্রিয় কম্পিউটারের দোকানে হঠাৎই আগুন লাগে। এলাকায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দোকানটি দীর্ঘদিনের পরিচিত হওয়ায় খবর শুনেই বহু মানুষ ভিড় জমাতে থাকেন ঘটনাস্থলে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকানে একটি লিথিয়াম ব্যাটারি সারানোর সময় আচমকাই ব্যাটারিটি বিস্ফোরিত হয়ে যায়। সেই বিস্ফোরণের পর কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো দোকানজুড়ে। দাহ্য পদার্থ ও ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকার কারণে আগুন দ্রুতই ভয়াবহ রূপ নেয়। বেলা প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
advertisement
আগুনের খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। প্রায় দেড় থেকে দুই ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। কর্মকর্তাদের তৎপরতায় আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় এলাকা।
advertisement
ঘটনাস্থলে উপস্থিত হন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ও। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে বলেন, "ভয়াবহ আগুনে একটা দোকানদারের অনেক ক্ষতি হয়ে গেল। একদিকে ভাল যে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। দমকল, পুলিশ, পৌরসভা একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে নাহলে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারত। যে দোকানদারের ক্ষতি হয়ে গেল আগামীদিনে আমাদের দেখতে হবে যে কীভাবে তার ক্ষতিপূরণ করা যায়।"
advertisement
আগুনে দোকানের একাধিক ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, বিভিন্ন মেশিন ও মূল্যবান ইলেকট্রনিক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, কয়েক লক্ষ টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। দোকান মালিক ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন। এখনও দমকল বিভাগের তরফে ঠান্ডা করার কাজ চলছে। এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষতির পরিমাণ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
