Missing Woman Reunite: চার বছরের মেয়েকে নিয়ে উঠেছিলেন ভুল ট্রেনে, বাপেরবাড়ির বদলে পৌঁছন নন্দকুমার! বাড়ি ফেরাল প্রশাসন
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Missing Woman Reunite: মানসিক ভারসাম্যহীন মহিলা ভুল ট্রেনে উঠে ঝাড়খণ্ডের পালামৌ থেকে পৌঁছে যান পূর্ব মেদিনীপুরে। সুস্থ করে ঘরে ফেরাল প্রশাসন।
তমলুক, সৈকত শী: মানসিক ভারসাম্যহীন এক মহিলা ভুল ট্রেনে উঠে ঝাড়খণ্ডের পালামৌ থেকে পৌঁছে যান পূর্ব মেদিনীপুরে। ওই মহিলাকে সুস্থ করে পরিবারের হাতে তুলে দিল প্রশাসন। অবশেষে নিজের স্বামী ও সংসারে ফিরে গেল ওই মহিলা। মানসিক অবসাদে ভুগতে ভুগতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন ঝাড়খণ্ডের পালামৌ জেলার মিরালের বাসিন্দা কাঞ্চন দেবী। এক পুত্র ও এক কন্যা শিশুর মা। বছর চারেকের কন্যা প্রিয়া কুমারীকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ভুল করে অন্য ট্রেনে উঠে পড়েন। ফলে গন্তব্য হারিয়ে একপ্রকার দিশাহারা হয়ে যান। পথ হারিয়ে ঠাঁই হয় পূর্ব মেদিনীপুরের একটি হোমে। আর সেখান থেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কাঞ্চনা দেবী।
বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন কাঞ্চন। কিন্তু ভুলবশত অন্য ট্রেনে উঠে পড়ায় পথ হারিয়ে ফেলেন মা ও মেয়ে। টানা তিন দিন বিভিন্ন ট্রেনে ঘোরাঘুরির পর তাঁরা দিঘাগামী একটি ট্রেনে চেপে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার স্টেশনে নামেন। এরপর নরঘাট এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা সন্দেহ প্রকাশ করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। তবে মানসিক ভারসাম্যহীন থাকায় কাঞ্চন দেবী তেমন কিছু বলতে পারেননি। পুলিশ মানবিক উদ্যোগে মা ও মেয়েকে তমলুকের নিমতৌড়ির তমলুক উন্নয়ন সমিতির ভগিনী নিবেদিতা শক্তিসদন হোমে নিয়ে যায়। সেখান থেকে সুস্থ করে বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন : কুকুর নিয়ে আবার ‘কেলেঙ্কারি’ গয়েশপুর নেতাজি বিদ্যালয়ে! সারমেয়র নামে থানায় অভিযোগ, তদন্তে ছুটল পুলিশ
advertisement
স্ত্রীকে আবার ফিরে পেয়ে স্বামী অজয় রাম বলেন, “মেয়েকে নিয়ে বাবার বাড়ি ঝাড়খণ্ডের পালজরি যাওয়ার পথে ভুল ট্রেনে উঠে হারিয়ে গিয়েছিল কাঞ্চন। এত দূরে এসে পড়বে ভাবিনি। ওদের ফিরে পেয়ে খুবই খুশি।” হোমের সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত জানান, নন্দকুমার থানার পুলিশের ভূমিকা এই ক্ষেত্রে অত্যন্ত প্রশংসনীয়। আমাদের হোমে মানসিকভাবে বিপর্যস্ত মহিলাদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। কাঞ্চন দেবীর মত আরও অনেক মহিলাকে আমরা সুস্থ করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি এটাই আমাদের সাফল্য।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
২২ জুলাই ২০২৫ সালে মা ও মেয়েকে ওই হোমে রাখা হয়। সেখানে চিকিৎসা ও নিয়মিত কাউন্সেলিংয়ের পর ধীরে ধীরে কাঞ্চন দেবী সুস্থ হয়ে ওঠেন। স্মৃতিশক্তি কিছুটা ফিরে এলে তিনি নিজের নাম, ঠিকানা ও পরিবারের তথ্য দিতে সক্ষম হন। এরপর হোম কর্তৃপক্ষ ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিবারের অবস্থান নিশ্চিত করে। প্রায় দুই মাস ধরে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর ভিডিও কলে কাঞ্চনের স্বামী অজয় রাম ও ভাই অনিল কুমারের সঙ্গে কথা হয়। অবশেষে বুধবার মা ও মেয়েকে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
November 20, 2025 4:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Missing Woman Reunite: চার বছরের মেয়েকে নিয়ে উঠেছিলেন ভুল ট্রেনে, বাপেরবাড়ির বদলে পৌঁছন নন্দকুমার! বাড়ি ফেরাল প্রশাসন
