কুকুর নিয়ে আবার 'কেলেঙ্কারি' গয়েশপুর নেতাজি বিদ্যালয়ে! সারমেয়র নামে থানায় অভিযোগ, তদন্তে ছুটল পুলিশ

Last Updated:

Nadia News: আবার নদিয়ার সেই স্কুল। স্কুলে সারমেয় আতঙ্কে অভিভাবকদের অভিযোগ দায়ের গয়েশপুর পুলিশ ফাঁড়িতে। তদন্তে পুলিশ।

লিখিত অভিযোগ দায়ের করলেন অভিভাবকেরা
লিখিত অভিযোগ দায়ের করলেন অভিভাবকেরা
গয়েশপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: স্কুলে সারমেয় আতঙ্কে অভিভাবকদের অভিযোগ। গয়েশপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের। গয়েশপুর নেতাজি বিদ্যালয়ের ভেতরে ঘুরে বেড়ানো একটি সারমেয়কে কেন্দ্র করে আতঙ্কে দিন কাটছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের। স্কুলের মধ্যে ওই সারমেয়র ‘আক্রমণাত্মক আচরণে’ অতিষ্ঠ হয়ে অভিভাবকরা গয়েশপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।
তাদের অভিযোগ, সারমেয়টি বেশ কিছুদিন ধরেই স্কুলের ভেতরে ঘোরাফেরা করছে এবং ছাত্রদের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করছে। এমনকি কামড়ানোর চেষ্টার অভিযোগও তোলেন তারা। অভিভাবকদের দাবি, এই বিদ্যালয়ে কুকুরকে কেন্দ্র করে এর আগেও একটি অস্বস্তিকর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। ফলে আবারও একই সমস্যা দেখা দেওয়ায় ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন ছাত্রছাত্রীরা। নিরাপত্তাহীনতার কারণে বাচ্চাদের স্কুলে পাঠাতেই আতঙ্কিত হয়ে পড়েছেন বহু অভিভাবক। তাই শিশুদের সুরক্ষার দাবিতে তারা এদিন পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হন।
advertisement
advertisement
অন্যদিকে, অভিযোগের প্রেক্ষিতে গয়েশপুর অঞ্চলের একদল পশুপ্রেমী জানান, অভিভাবকদের দাবি পুরোপুরি সঠিক নয়। তারা খবর পেয়ে স্কুলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। তাদের বক্তব্য, সারমেয়টি স্কুলের ভেতর থাকলেও কোনও আক্রমণাত্মক আচরণ করেনি এবং ছোট ছোট বাচ্চা থাকার কারণেই তাকে এই মুহূর্তে স্কুল থেকে সরানো সম্ভব নয়। সারমেয়টির কল্যাণ ও পুনর্বাসনের জায়গা না থাকায় তাৎক্ষণিকভাবে অন্যত্র নিয়ে যাওয়াও কঠিন বলে জানান তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে, পুলিশ সূত্রে খবর, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে কড়া নজর রেখেছে গয়েশপুর পুলিশ ফাঁড়ি। আগের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। অভিভাবকদের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ দূর করতেই তৎপর পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কুকুর নিয়ে আবার 'কেলেঙ্কারি' গয়েশপুর নেতাজি বিদ্যালয়ে! সারমেয়র নামে থানায় অভিযোগ, তদন্তে ছুটল পুলিশ
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement