BDO's Car Fire: পুড়ে খাক BDO'র গাড়ি! আগুন বেশ কিছু দোকান-ঘরে, খবর পেয়ে ছুটলেন বিধায়ক! পাথরপ্রতিমায় চাঞ্চল্য
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
BDO's Car Fire: পাথরপ্রতিমায় দুষ্কৃতি তান্ডব! বিডিওর গাড়িতে আগুন, পুড়ল বাড়ি, দোকান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরনগা, নবাব মল্লিক: পাথরপ্রতিমায় দুষ্কৃতি তাণ্ডব! বিডিওর গাড়িতে আগুন, পুড়ল বাড়ি, দোকান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পাথরপ্রতিমা থানার পুলিশ। পুলিশের দাবি, এই ঘটনা একজন দুষ্কৃতীর পক্ষে করা সম্ভব নয়।
ফলে দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি। এলাকার সমস্ত সিসিটিভি খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। তিনি জানান, “পাথরপ্রতিময় এমন ঘটনা বিস্ময়কর। এখনও পর্যন্ত এই ঘটনা কারা করল তার কোনও সূত্র মেলেনি। পুলিশ তদন্ত করছে।”
আরও পড়ুন : রাত নামলেই শুনশান রাস্তাঘাট, দিনেও কাজে যেতে হচ্ছে দল বেঁধে! দিনরাত শিয়ালের তাণ্ডবে অতিষ্ঠ সোনপলাশী
advertisement
advertisement
জানা গিয়েছে, দুর্গা গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় বেশ কয়েকটি দোকান একেবারে পুড়ে গিয়েছে, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনার খবর পেয়েই আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আসে বিশাল পুলিশ বাহিনী। এরমধ্যে স্থানীয় মানুষজন দেখেন, কিছুটা দূরে বিডিওর গাড়িচালক অমরেশ গিরির বাড়ির সামনে থাকা বিডিওর গাড়িটিও পুড়ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় মানুষজনই প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে গাড়িটি প্রায় একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, ঘটনার বেশ কিছুটা দূরে গ্রামের ভিতরে স্থানীয় মানুষজনের একাধিক বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বেশ কিছু গবাদি পশু পুড়ে মারা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হামলার নেপথ্যে কে বা কারা তা নিয়ে ধন্দে পুলিশ আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 20, 2025 2:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BDO's Car Fire: পুড়ে খাক BDO'র গাড়ি! আগুন বেশ কিছু দোকান-ঘরে, খবর পেয়ে ছুটলেন বিধায়ক! পাথরপ্রতিমায় চাঞ্চল্য

