Fox Attack: রাত নামলেই শুনশান রাস্তাঘাট, দিনেও কাজে যেতে হচ্ছে দল বেঁধে! দিনরাত শিয়ালের তাণ্ডবে অতিষ্ঠ সোনপলাশী

Last Updated:

Fox Attack: জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে শিয়াল, মাঠেঘাটে করছে আক্রমণ। আতঙ্কে দিন কাটাচ্ছে বর্ধমানের সোনপলাশী।

+
শিয়াল

শিয়াল

সোনাপলাশি,পূর্ব বর্ধমান, সায়নী সরকার: দিনের বেলায় মাঠে কাজ করতে গিয়েও নেই শান্তি! জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে শিয়াল। আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসী থেকে মাঠে কাজ করা দিনমজুর ও কৃষকরা। পূর্ব বর্ধমানের এই গ্রামে প্রাণের ভয়ে দল বেঁধে কাজ করতে হচ্ছে কৃষক ও দিনমজুরদের। এ যেন এক অলিখিত যুদ্ধের ময়দান! একা থাকার অর্থই হল শিয়ালের নখের বা দাঁতের শিকার হওয়া। তাই দল বেঁধে করতে হচ্ছে কাজ। সন্ধ্যার পরে শুনশান হয়ে যাচ্ছে রাস্তা। ইতিমধ্যেই শিয়ালের আক্রমনে আহত হয়েছেন দু’জন।
পূর্ব বর্ধমান জেলার সোনাপলাশী গ্রাম জুড়ে বাড়ছে শিয়ালের উপদ্রব। লোকালয়ে চলে আসছে শিয়াল। সূর্য ডুবলেই বদলে যাচ্ছে গ্রামের চিত্র। যে পথে দিনে মানুষের আনাগোনা থাকে, সেই রাস্তাগুলি সন্ধ্যার পর হয়ে যায় শুনশান। চারপাশের নীরবতা আরও বাড়িয়ে দেয় আতঙ্ক। আর শুধু রাতের আঁধারেই না, সুযোগ পেলেই দিনের বেলাতেও চালাচ্ছে আকস্মিক হামলা। মাঠে কাজ করতে ভয় পাচ্ছেন সকলেই। সন্ধ্যের পর রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। এমনকি দিনের বেলাতেও আতঙ্কে থাকছেন তাঁরা। আগে শিয়ালের আক্রমণে আহত হয়েছিলেন এক গ্রামবাসী।
advertisement
advertisement
আবারও বেশ কিছুদিন আগে আক্রান্ত হয়েছেন এক কৃষক। গ্রাম জুড়ে বাড়ছে আতঙ্ক। সন্ধ্যার পর রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। তারা বলছেন, দিনের আলোতেও শিয়াল আক্রমণ করছে। রাতে প্রয়োজনে কীভাবে বাইরে যাবেন, সেই নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। তাঁরা বলছেন, আগে ঝোপে লুকিয়ে থাকত শিয়াল। কিন্তু এখন লোকালয়ে চলে আসছে। যা আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। গ্রামের অন্য এক বাসিন্দা জোতিপ্রকাশ ব্যানার্জি বলেন, অন্যান্য বছরের থেকে এই বছর শিয়ালের উপদ্রব অনেক বেড়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সবচেয়ে বেশি ভয় লাগছে শিশুদের নিয়ে। আবার এবিষয়ে আহত দিলীপ সিং জানান, ধান কাটতে মাঠে যাওয়ার পরই পিছন থেকে শিয়াল তাকে আক্রমণ করে। হাতে,পায়ে কামড় বসায়। চিৎকার করলে আশপাশের লোক এসে তাঁকে উদ্ধার করেন। এই বিষয়ে অতিরিক্ত বনাধিকারিক বর্ধমান বিভাগ মৃণালকান্তি দাস জানান, শিয়ালের আক্রমণ ঠেকাতে যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা চাইছেন সমাধান। শুধু রাতে নয়, দিনেও লোকালয়ে চলে আসছে শিয়াল। চালাচ্ছে আক্রমণ। শিয়ালের আক্রমণের ফলে এখন উদ্বিগ্ন ও আতঙ্ক দিন কাটাচ্ছেন সোনাপলাশী গ্রামের বাসিন্দারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fox Attack: রাত নামলেই শুনশান রাস্তাঘাট, দিনেও কাজে যেতে হচ্ছে দল বেঁধে! দিনরাত শিয়ালের তাণ্ডবে অতিষ্ঠ সোনপলাশী
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement