Howrah News: মাধ্যমিকের ভয় কাটবে নিমেষে! এবার অভিনব উদ্যোগ নিল এই নাট্যদল

Last Updated:

প্রায় ৪৫০ জন মেধা ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ শিবির হাওড়া শ্যামপুরে

+
মাধ্যমিক

মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সাফল্যয় বিশেষ শিবির

হাওড়া: মাধ্যমিক পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য পেতে বিশেষ শিবির! মাধ্যমিক পরীক্ষা হল ছাত্র-ছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা। তাই ছাত্র-ছাত্রীদের কাছে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুদিন পরই ২০২৫ সালের মাধ্যমিক। ছাত্র-ছাত্রীদের মধ্যে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। প্রতিবছর পরীক্ষার আগে যেভাবে রাজ্যজুড়ে পরীক্ষার প্রস্তুতি চলে, এবারও সেই একই রকম প্রস্তুতি শুরু হয়েছে প্রায় প্রতিটি জেলায়। জীবনের প্রথম বড় পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের সর্বাধিক নম্বর পেতে শিক্ষা প্রতিষ্ঠান গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাধ্যমিকে আরও বেশি সফলতা পেতে হাওড়া জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ গ্রহণ করছে। ছাত্রীদের আরও বেশি সফলতা পেতে ‘শ্যামপুর নাট্য উৎসব কমিটি’র’ বিশেষ শিবির।
মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফল্য অর্জনে দিশা দেখতে উদ্যোগী হল শ্যামপুর নাট্য উৎসব কমিটি। এবার শ্যামপুর শীতলা সিনেমা হলে শ্যামপুরের প্রায় ৪২ টি স্কুলের প্রথম সারির পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ শিবির। আর মাত্র ৪০-৪২ দিন বাকি মাধ্যমিক পরীক্ষা। পাঠ্য বই অনুশীলনের পাশাপাশি পরীক্ষায় ভাল ফল পেতে বেশ কতকগুলি দিক গুরুত্বপূর্ণ। বিশেষ করে মানসিক ফিট থাকা প্রয়োজন। সেই সমস্ত নানাবিদ বিষয়ে আলোচনা। এদিনের শিবিরে প্রায় ৪৫০ জন ছাত্রছাত্রী হাজির ছিল। গত বছর মাধ্যমিকে নবম স্থান অধিকারী শিবিরে উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে উদ্যোক্তা গোবিন্দ প্রসাদ বর্মন জানান, ছাত্র-ছাত্রীদের মানোন্নয়ন করতে এই শিবিরের আয়োজন। গত বছর এমন শিবির আয়োজন করে সুফল মিলেছে। তাতেই আরও বেশি করে উৎসাহ মেলে শ্যামপুর নাট্য উৎসব কমিটি’র সদস্য ও সদস্যাদের মধ্যে। এবার ৪২ টি স্কুলের মেধা ৪৫০-৫০০ জন ছাত্রছাত্রী এই শিবিরে অংশগ্রহণ করে। মাধ্যমিকে গতবারের তুলনায় আরও বেশি সুফল মিলবে বলেই আশাবাদী।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: মাধ্যমিকের ভয় কাটবে নিমেষে! এবার অভিনব উদ্যোগ নিল এই নাট্যদল
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement