Shilper samadhane Camp: ঋণ থেকে লাইসেন্স, শিল্পের সব সমাধান এক ছাতার তলায়! মথুরাপুরে চলছে সরকারের বিরাট কর্মযজ্ঞ, সুযোগ সীমিত

Last Updated:

ক্ষুদ্র ও কুটির শিল্পের পরিকল্পনা থাকলে যোগাযোগ করুন শিল্পের সমাধান ক্যাম্পে। দক্ষিণ ২৪ পরগনায় ছড়িয়ে থাকা ছোট, মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে আগ্রহীদের উৎসাহ দিতে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

+
শিল্পের

শিল্পের সামাধানে ক্যাম্প

মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ক্ষুদ্র ও কুটির শিল্পের পরিকল্পনা থাকলে যোগাযোগ করুন শিল্পের সমাধান ক্যাম্পে। দক্ষিণ ২৪ পরগনায় ছড়িয়ে থাকা ছোট, মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে আগ্রহীদের উৎসাহ দিতে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতি ব্লকেই এই ক্যাম্প করা হচ্ছে‌। মূলত কর্মসংস্থানে জোর দিতে এই শিল্পের সমাধানে নামক ক্যাম্প হচ্ছে। চলবে ২২ তারিখ পর্যন্ত। এখানে এসে স্বনির্ভর হতে পারবেন বেকার যুবক-যুবতীরা। ক্ষুদ্র, মাঝারি এবং বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
একই সঙ্গে এই সমস্ত প্রকল্প সংক্রান্ত সমস্যার সমাধানও মিলবে। গ্রামীণ ও শহুরে হস্তশিল্প কারিগর ও শিল্পোদ্যোগীদের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য সবার কাছে পৌঁছনো এবং প্রকল্পের সুবিধা সম্পর্কে অবগত করা প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করাই হল এর উদ্যেশ্য।
advertisement
advertisement
এই ক্যাম্প থেকে মিলছে সহজে ঋণের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প, কারিগর এবং বয়নশিল্পীদের মৃত্যুকালীন সুযোগ-সুবিধার জন্য আবেদন। কারিগরদের জন্য সহায়ক সরঞ্জামের আবেদন, স্ব উদ্যোগীদের সরকারি রেজিস্ট্রেশন, কারিগর ও বয়নশিল্পীদের সরকারি তালিকায় অন্তর্ভুক্তি, খাদি ও বয়নশিল্পীদের প্রকল্পের সুবিধা দেওয়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ব্যবসার পরিকল্পনা থাকলে এই সুযোগ মিস করবেন না একদম। ঋণ থেকে লাইসেন্স, শিল্পের সব সমাধান বলে এক ছাতার তলায়। সাধারণ মানুষদের সুবিধার্থে এবং ছোট-মাঝারি উদ্যোগকে আরও গতিশীল করতে এই উদ্যোগকে সমর্থন করছেন সকলেই। এই ক্যাম্প নিয়ে খুশি সকলেই। এই ক্যাম্পে অংশগ্রহণকারীরা ক্যাম্প শেষে প্রশিক্ষণের সুযোগও পাচ্ছেন। ফলে এই বিষয়টি বাড়তি পাওনা হচ্ছে তাদের।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Shilper samadhane Camp: ঋণ থেকে লাইসেন্স, শিল্পের সব সমাধান এক ছাতার তলায়! মথুরাপুরে চলছে সরকারের বিরাট কর্মযজ্ঞ, সুযোগ সীমিত
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement