Bakreshwar: শৌচাগার-পানীয়জল-প্রতীক্ষালয় সবেতেই ঘাটতি! সমস্যায় জর্জরিত পর্যটকরা, বক্রেশ্বরে সুরাহা খুঁজছেন সেবায়েতরা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
বীরভূমের অন্যতম পীঠস্থান বক্রেশ্বর। শীতের মরশুম এলেই হাজার হাজার তীর্থযাত্রী-পর্যটকে ভরে ওঠে এলাকা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বছর লক্ষাধিক ভক্তের ভিড় দেখা যায় এখানে।
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের অন্যতম পীঠস্থান বক্রেশ্বর। শীতের মরশুম এলেই হাজার হাজার তীর্থযাত্রী-পর্যটকে ভরে ওঠে এলাকা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বছর লক্ষাধিক ভক্তের ভিড় দেখা যায় এখানে। কিন্তু এমন জনপ্রিয় তীর্থস্থানে প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবে নাজেহাল সাধারণ মানুষ। শৌচাগারের অপর্যাপ্ততা, পানীয় জলের অভাব, প্রতীক্ষালয়ের অনুপস্থিতি সব মিলিয়ে চরম সমস্যায় পড়ছেন আগত পর্যটকেরা।
মন্দির চত্বরে নেই কোনও শৌচালয়ের ব্যবস্থা। সেবায়েতদের অভিযোগ, বক্রেশ্বর বাসস্ট্যান্ডের কাছে থাকা চারটি সুলভ শৌচালয়ের দু’টি পুরুষ ও দু’টি মহিলাদের জন্য হলেও সেগুলোর বেশির ভাগ সময় তালাবদ্ধ থাকে। এতে গভীর রাতে বা ভোরে পৌঁছনো পর্যটকেরা সমস্যায় পড়েন সবচেয়ে বেশি। স্থানীয় সেবায়েত উন্নয়ন সমিতির সদস্য দেবনাথ মুখোপাধ্যায় বলেন, “রাত দু’টো-তিনটে থেকেই ট্যুরিস্ট গাড়ি পৌঁছতে শুরু করে। কিন্তু বাসস্ট্যান্ডে পর্যাপ্ত শৌচাগার নেই। মহিলাদের পরিস্থিতি তো আরও সঙ্গীন।”
advertisement
advertisement
উষ্ণ প্রস্রবণ চত্বরে শৌচাগার থাকলেও সেটি ব্যবহার করতে হলে প্রথমে ১০ টাকার টিকিট কেটে, পরে শৌচাগারের জন্য আরও ৫ টাকা দিতে হয়। অর্থাৎ শৌচকর্মের জন্য একজন মানুষের মোট ১৫ টাকা খরচ করতে হচ্ছে, যা অনেক পর্যটকের কাছে অত্যন্ত অস্বস্তিকর ও ব্যয়সাপেক্ষ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শৌচাগারই নয়, বক্রেশ্বর বাসস্ট্যান্ডে নেই কোনও সরকারি প্রতীক্ষালয়। বৃষ্টি বা রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। কোনও দোকানে বসার জায়গা পাওয়া যায় না। পাশাপাশি, পানীয় জলেরও নেই স্থায়ী ব্যবস্থা। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো প্রকটভাবে চোখে পড়ছে বলে জানান সেবায়েতরা। আর এইসব সমস্যার সমাধান না হলে বক্রেশ্বরের উন্নয়ন অসম্ভব বলেও মনে করছেন অনেকেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
November 20, 2025 11:55 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bakreshwar: শৌচাগার-পানীয়জল-প্রতীক্ষালয় সবেতেই ঘাটতি! সমস্যায় জর্জরিত পর্যটকরা, বক্রেশ্বরে সুরাহা খুঁজছেন সেবায়েতরা
