৩০ ঘণ্টার রেডিও ডিএক্সসিং অনুষ্ঠান নদিয়ায়, বিশেষ কারণে এমন আয়োজন হ্যাম রেডিওর

Last Updated:

প্রাকৃতিক দুর্যোগে প্রথমেই ভেঙে পড়ে সাধারণ যোগাযোগ ও বিদ্যুৎ পরিষেবা। তখন প্রশাসনের সঙ্গে অসাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তখন হ্যাম রেডিওই হবে যোগাযোগের অন্যতম মাধ্যম

+
হ্যাম

হ্যাম রেডিওতে চলছে কথাবার্তা

কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ায় বিপর্যয় মোকাবিলায় যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ সন্ধানে এক বিশেষ উদ্যোগ নিল ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। প্রাকৃতিক দুর্যোগে প্রথমেই ভেঙে পড়ে সাধারণ যোগাযোগ ও বিদ্যুৎ পরিষেবা। তখন প্রশাসনের সঙ্গে অসাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এই বাস্তব পরিস্থিতিকে মাথায় রেখে কৃষ্ণনগর ভালুকা কানাইনগর এলাকার তালতলা প্রাথমিক বিদ্যালয়ের পাশের ফাঁকা ময়দানে টানা ৩০ ঘণ্টার রেডিও ডিএক্সসিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস জানান, ঋতু পরিবর্তনের সময়ে দ্রাঘিমা রেখার কাছে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব রেডিও তরঙ্গে কী ধরনের অস্থিরতা তৈরি করে, তা যাচাই করাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে বার্তা বিনিময় করা হবে। সংগৃহীত তথ্য ভবিষ্যতে বিপর্যয়কালে যোগাযোগ রক্ষার কৌশল তৈরিতে সহায়ক হবে বলে আশা করছেন আয়োজকেরা।
advertisement
advertisement
এছাড়া ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব ও ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রত্যন্ত এলাকার বিপর্যয় মোকাবিলা কর্মীদের হ্যাম রেডিও প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষণ শেষে তারা কেন্দ্রীয় সরকারের লাইসেন্স পেলেও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অনেকেরই থাকে না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই কর্মসূচিতে শেখানো হবে দ্রুত অস্থায়ী রেডিও স্টেশন স্থাপনের কৌশল, দুর্বল রেডিও প্রপাগেশনেও বার্তা পৌঁছে দেওয়ার উপায়, বৈশ্বিক যোগাযোগের পদ্ধতি ও সৌরশক্তি ব্যবহারের প্রযুক্তি। কৃষ্ণনগরের এই আয়োজন তাই ভবিষ্যৎ বিপর্যয় মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৩০ ঘণ্টার রেডিও ডিএক্সসিং অনুষ্ঠান নদিয়ায়, বিশেষ কারণে এমন আয়োজন হ্যাম রেডিওর
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement