জানা গিয়েছে, কান্দি সালার রাজ্যে সড়কের ওপর অবস্থিত কান্দির মাধুনিয়া বাইপাস এলাকা। এলাকায় একটি স্কুটিতে করে দু’জন যাচ্ছিল। অন্যদিকে একটি টোটোতে করে যাত্রিরা যাচ্ছিল। স্কুটি ও টোটো গাড়িকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর হুড়মুড়িয়ে ঢুকে যায় রাস্তার ওপরে থাকা একটি চপের দোকানে। সেই দোকানে বসেই মুড়ি খাচ্ছিলেন কয়েকজন মিস্ত্রি। বহরমপুর থেকে মার্বেল খালি করার জন্য কান্দি এসেছিলেন তারা। আর তখন ট্রাক্টর ঢুকে গেলে আহত হন দু’জনে।
advertisement
আরও পড়ুন: বিদেশের ধাঁচে এবার বাংলাতেও স্ট্রিট লাইব্রেরি! ফ্রিতে যত খুশি, যতক্ষণ খুশি বই পড়ার সুযোগ
অন্যদিকে স্কুটি গাড়িতে থাকা তিনজনে আহত হন। গুরুতর আহত অবস্থায় সকলকেই কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। এই ঘটনায় সন্তু মন্ডল নামে এক মিস্ত্রির পা কেটে বাদ চলে যায় বলেই জানা যায়। আহত অবস্থায় কর্ন দাস, অনুপ কুমার ধর, অঙ্কিতা ধর, সন্তু মন্ডল সহ আরও একজনের চিকিৎসা চলছে কান্দি মহকুমা হাসপাতালে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। অন্যদিকে ট্রাক্টরকে আটক করা হয়েছে। চালক পলাতক বলেই পুলিশ জানিয়েছে। বর্তমানে তিন জনের অবস্থা গুরুতর আছে বলে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী






