পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের লালগড় এলাকায় চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতির তহবিল থেকে তৈরি করা হয় মার্কেট কমপ্লেক্সটি। পঞ্চদশ অর্থ কমিশন ২০২০-২০২১ সালের তহবিল থেকে কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় লালগড় মার্কেট কমপ্লেক্স। কিন্তু স্থানীয়দের অভিযোগ, উদ্বোধনের পর থেকে তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে মার্কেটিং কমপ্লেক্স।
advertisement
আরও পড়ুন: কামারহাটি পুরসভার ৩১৪ কাটা জমিতে চলছে নামি বাস সংস্থার গ্যারেজ, বেআইনি দখল নিয়ে তোলপাড়
অনেকে অভিযোগ করছেন, কেউ এগিয়ে আসছে না এই মার্কেটিং কমপ্লেক্সে ব্যবসা করার জন্য। লক্ষাধিক টাকার সরকারি প্রজেক্ট এইভাবে পড়ে নষ্ট হওয়ার কারণ পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে ভুল পরিকল্পনা অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
আরও পড়ুন: নতুন কন্ট্রোল রুমের হাতেগরম সুবিধা পেল মানুষ! লোকালয়ে হাতি ঢুকতেই ছুটে এলেন বন কর্মীরা
তবে এ বিষয়ে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ বলেন, এই মার্কেট কমপ্লেক্স কেউ ভাড়ায় নেয়নি। তবে ছমাসের মধ্যে মার্কেট কমপ্লেক্সের রুমগুলি ভাড়ায় দিয়ে মার্কেট চালু হবে বলে জানিয়েছে তিনি। ফলে দীর্ঘদিন যেভাবে অবহেলায় পড়েছিল সরকারি ব্যয়ে তৈরি মার্কেট কমপ্লেক্সটি, সেটির হাল ফিরবে বলে আশা করা হচ্ছে।
