Dog Attack: মানুষ দেখলেই ছুটে এসে কামড়! সীমান্তবর্তী গ্রামে কুকুরের হামলায় জখম ৫০-এর বেশি, ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে এলাকাবাসী

Last Updated:

Dog Attack: গ্রামবাসীদের দাবি, গত তিনদিন ধরে গ্রামে একদল কুকুর হঠাৎই অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠেছে। ভোরবেলা বা সন্ধ্যার পরে রাস্তায় বের হওয়া একপ্রকার দুঃসাহসিক হয়ে দাঁড়িয়েছে। বহু বাড়িতে শিশুদের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। এলাকায় বাজার করতে যাওয়া পর্যন্ত বন্ধ করেছেন কেউ কেউ।

+
শাড়াপুল

শাড়াপুল গ্রামীণ হাসপাতালে ভিড় 

স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী গ্রামে কুকুরের তাণ্ডব। এখনও অবধি ৫০-এর বেশি মানুষ আক্রান্ত। স্বরূপনগর ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের উত্তর কাজদহ গ্রামে কয়েকদিন ধরেই কুকুরের কামড়ে আতঙ্ক ছড়িয়েছে। শিশু থেকে প্রবীণ, কেউই রেহাই পাননি। শাড়াপুল গ্রামীণ হাসপাতালে চারপেয়েদের কামড় খাওয়া মানুষের ভিড় উপচে পড়ছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর বহুজনের ক্ষত গুরুতর হয়ে উঠছে। বর্তমানে ১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হাবরা হাসপাতালে রেফার করা হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই স্থানীয় কৃষক, দিনমজুর ও স্কুল পড়ুয়া।
আরও পড়ুনঃ শতাব্দী প্রাচীন খেলার মাঠ নিজের বলে দাবি! বারাসাতে ‘প্রভাবশালী’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, তুমুল উত্তেজনা এলাকায়
গ্রামবাসীদের দাবি, গত তিনদিন ধরে গ্রামে একদল কুকুর হঠাৎই অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠেছে। ভোরবেলা বা সন্ধ্যার পরে রাস্তায় বের হওয়া একপ্রকার দুঃসাহসিক হয়ে দাঁড়িয়েছে। বহু বাড়িতে শিশুদের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। এলাকায় বাজার করতে যাওয়া পর্যন্ত বন্ধ করেছেন কেউ কেউ। কুকুরগুলির মধ্যে জলাতঙ্কের আশঙ্কা আছে কিনা সেই বিষয়েও পরিষ্কার ধারণা নেই। তাই দ্রুত টিকাকরণ ও কুকুর ধরার জন্য বন দফতর ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসীরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, “একদিনেই এতগুলো মানুষ কামড় খেয়েছে। এখন আর কেউ নিরাপদ নয়।” পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্যকর্মীরা গ্রামে ক্যাম্প করার উদ্যোগ নিচ্ছেন। কুকুরের অবস্থান চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি আরও জোরাল হচ্ছে এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dog Attack: মানুষ দেখলেই ছুটে এসে কামড়! সীমান্তবর্তী গ্রামে কুকুরের হামলায় জখম ৫০-এর বেশি, ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে এলাকাবাসী
Next Article
advertisement
Mamata Banerjee News: চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
  • আজ থেকে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী৷

  • দু দিনের কোচবিহার সফরে মমতা৷

  • ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোচবিহারে জয় পায় তৃণমূল৷

VIEW MORE
advertisement
advertisement