Land Grabbing: শতাব্দী প্রাচীন খেলার মাঠ নিজের বলে দাবি! বারাসাতে 'প্রভাবশালী'র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, তুমুল উত্তেজনা এলাকায়
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Land Grabbing: প্রায় ১০০ বছরের অধিক সময় ধরে বারাসাতের এই জমি এলাকায় 'খেলার মাঠ' হিসেবেই পরিচিত। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা, সবাই ওই মাঠে ক্রিকেট, ফুটবল সহ নানা রকমের খেলাধূলা করে। সেই মাঠকেই এবার নিজের সম্পত্তি বলে দাবি করছেন প্রভাবশালী এক ব্যক্তি।
বারাসাত, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলমঃ খেলার মাঠ দখল করা কেন্দ্র করে উত্তেজনা। এলাকার প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে মারধরের অভিযোগ। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে বারাসাতে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যাচ্ছে, বারাসাত কাজীপাড়া রেলগেট সংলগ্ন ১৮ নম্বর ওয়ার্ডে একটি জমি রয়েছে। প্রায় ১০০ বছরের অধিক সময় ধরে সেই জমি এলাকায় ‘খেলার মাঠ’ হিসেবেই পরিচিত। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা, সবাই ওই মাঠে ক্রিকেট, ফুটবল সহ নানা রকমের খেলাধূলা করে। অভিযোগ, সেই মাঠকেই এবার নিজের সম্পত্তি বলে দাবি করছেন প্রভাবশালী এক ব্যক্তি।
advertisement
আরও পড়ুনঃ বন্ধ কারখানা চালুর দাবিতে তৃণমূলপন্থী শ্রমিকদের বিক্ষোভ! মুখ্যমন্ত্রীর কাছে জানানো হল বড় আর্জি
এদিন জমি নিজের দখলে রাখতে আব্বাস নামের ওই ব্যক্তি মাঠ ঘিরতে গেলে উত্তেজনা ছড়ায়। এলাকার লোকজন এই কাজে বাধা দেন। অভিযোগ, সেই সময় তাঁদের মারধর করা হয়। এর জেরে আহত হন বেশ কয়েকজন। পাশাপাশি আরও অভিযোগ, এই ঘটনায় ওই এলাকায় বসবাসকারী তনুজা বিবি মদত দিচ্ছেন।
advertisement
advertisement
জানা যাচ্ছে, মাঠের ব্যাপারে যারা দাবি করেছিল, তাঁদের সঙ্গে কথা বলতে যাওয়া হলে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। এলাকার মানুষের দাবি, সঠিক কাগজ থাকলে সেগুলি নিয়ে আসা হোক। তাহলে তাঁরা নিজেরাই দায়িত্ব নিয়ে মাঠটি তাঁদের দিয়ে দেবেন। কিন্তু মাঠ নিজের দাবি করা ব্যক্তি কোনও কাগজ দেখাতে পারেননি। এদিকে আজকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বারাসাত থানার পুলিশ। এরপর এই জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
December 08, 2025 1:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Land Grabbing: শতাব্দী প্রাচীন খেলার মাঠ নিজের বলে দাবি! বারাসাতে 'প্রভাবশালী'র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, তুমুল উত্তেজনা এলাকায়

