East Medinipur News: বন্ধ কারখানা চালুর দাবিতে তৃণমূলপন্থী শ্রমিকদের বিক্ষোভ! মুখ্যমন্ত্রীর কাছে জানানো হল বড় আর্জি

Last Updated:

East Medinipur News: একসময় মেশিনের শব্দ, শ্রমিকদের কলরবে ভরে থাকলেও এখন নীরবতা বিরাজ করে মেচগ্রামের এই কারখানা চত্বরে। রোদ, জলে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ। কাজ হারিয়ে শ্রমিকদের চোখে জল।

বিক্ষোভস্থল
বিক্ষোভস্থল
পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিকঃ বন্ধ কারখানা পুনরায় চালু করতে হবে। পাঁশকুড়ায় এই দাবিতে তৃণমূলপন্থী শ্রমিকদের বিক্ষোভ। হঠাৎ করে চালু রঙ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন শ্রমিকরা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন বন্ধ কারখানার শ্রমিকরা।
পুর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচগ্রামে একটি কারখানা রয়েছে। দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে রঙ, সীসা, পারদ এবং বিভিন্ন ধরনের ব্যাটারি উৎপাদন করে আসছিল এই কারখানাটি। বাম আমলে চালু হলেও দীর্ঘ ১৪ মাস ধরে কারখানাটি বন্ধ হয়ে রয়েছে। উৎপাদনও বন্ধ। কর্তৃপক্ষ কারখানা বন্ধের কারণ ঠিকমতো না বললেও বারবার চালু হওয়ার আশ্বাস দিয়েছেন। তবে সেই আশ্বাস পূরণ হয়নি।
advertisement
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে ধানের গাদায় আগুন! এক ঝটকায় পুড়ে ছাই ৬ বিঘা জমির ফসল, চরম সর্বনাশ কৃষকদের
এই কারখানায় ৩৫০ জন স্থায়ী শ্রমিক এবং ৩৫০ জন অস্থায়ী শ্রমিক রয়েছেন। তাঁদের পরিবারের অনেকেই স্কুল পড়ুয়া। রোজগার বন্ধ হওয়ায় বাচ্চাদের স্কুলে পাঠানোও প্রায় বন্ধ। মালিকপক্ষ বারবার কারখানা চালু করার আশ্বাস দিলেও তা আজও পূরণ হয়নি। এদিকে দীর্ঘদিন এই কারখানা বন্ধ থাকায় চোরের উপদ্রব শুরু হয়েছে। লক্ষাধিক টাকার যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। ৪০০০ টাকার বিনিময়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদেরই পাহারার ব্যবস্থা করতে বলেছিলেন। তাতেও রাজি হয়েছিলেন শ্রমিকরা। কিন্তু এই টাকাও এখন আসে না বলে অভিযোগ।
advertisement
advertisement
দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের কারণে এবার কারখানার গেটে শ্রমিকরা বিক্ষোভ দেখালেন। তাঁদের আবেদন, রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে অবিলম্বে কারখানাটি চালুর ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য প্রার্থনা করছেন বন্ধ কারখানার শ্রমিকরা।
একসময় মেশিনের শব্দ, শ্রমিকদের কলরবে ভরে থাকলেও এখন নীরবতা বিরাজ করে মেচগ্রামের এই কারখানা চত্বরে। রোদ, জলে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ। কাজ হারিয়ে শ্রমিকদের চোখে জল। কারখানার জন্মলগ্ন থেকে কাজে লেগেছিলেন রবি চক্রবর্তী। হঠাৎ কাজ বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন। কীভাবে বাড়ির সদস্যদের খাওয়া-পরার জোগাড় করে দেবেন সেই নিয়ে চিন্তায় সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: বন্ধ কারখানা চালুর দাবিতে তৃণমূলপন্থী শ্রমিকদের বিক্ষোভ! মুখ্যমন্ত্রীর কাছে জানানো হল বড় আর্জি
Next Article
advertisement
Mamata Banerjee News: চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
  • আজ থেকে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী৷

  • দু দিনের কোচবিহার সফরে মমতা৷

  • ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোচবিহারে জয় পায় তৃণমূল৷

VIEW MORE
advertisement
advertisement