West Medinipur News: রাতের অন্ধকারে ধানের গাদায় আগুন! এক ঝটকায় পুড়ে ছাই ৬ বিঘা জমির ফসল, চরম সর্বনাশ কৃষকদের
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
West Medinipur News: স্থানীয় মানুষজন পাম্প চালিয়ে ধানের আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। ধান পুড়ে যাওয়ায় চরম আর্থিক সংকটের সম্মুখীন হয়েছেন কৃষক পরিবারগুলি। ক্ষতিগ্রস্ত চাষিদের দাবি, পুলিশ অবিলম্বে তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করুক।
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ রাতের অন্ধকারে কৃষকদের চরম সর্বনাশ। পরপর তিনটি ধানের গাদায় আগুন লাগিয়ে দল দুষ্কৃতীরা। এমনই অভিযোগ তুলেছেন কৃষকরা। তাঁদের দাবি, ক্ষতিগ্রস্ত খামারে থাকা ৬ বিঘে জমির ধান সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এর আনুমানিক মূল্য ১ লক্ষ টাকারও বেশি।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের তাতারপুর গ্রাম পঞ্চায়েতের শোলা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই গ্রামেরই বাসিন্দা তাপস দাস, দেবীপ্রসাদ দাস ও মনসা দাস। এই সমস্ত কৃষকেরা মাঠের ধান খামারে এনে মজুত করে রেখেছিলেন। কাল রাত নাগাদ দেখা যায়, সেই ধানে দাউ দাউ করে আগুন জ্বলছে।
আরও পড়ুনঃ শীতের মরশুমে ঝাড়গ্রাম ঘুরতে যাওয়ার মজা বেড়ে দ্বিগুণ! মহিলাদের অভিনব আয়োজন, না গেলে মিস করতে হবে গ্যারান্টি
স্থানীয় মানুষজন পাম্প চালিয়ে ধানের আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। দমকল ও পুলিশে এই বিষয়ে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসে তাঁরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, পুলিশ অবিলম্বে তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করুক। এদিকে ধান পুড়ে যাওয়ায় আর্থিক সংকটের সম্মুখীন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলি।
advertisement
advertisement
কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফসল ধান। রাতের অন্ধকারে তাতেই আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত খামারে থাকা ৬ বিঘে জমির ধান সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এর আনুমানিক মূল্য ১ লক্ষ টাকারও বেশি। এর ফলে চরম আর্থিক সংকটের সম্মুখীন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
December 08, 2025 12:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: রাতের অন্ধকারে ধানের গাদায় আগুন! এক ঝটকায় পুড়ে ছাই ৬ বিঘা জমির ফসল, চরম সর্বনাশ কৃষকদের

