Accident: ট্রেনের ধাক্কায় খড়গপুর আইআইটি গবেষকের মর্মান্তিক মৃত্যু, ভিনরাজ্যের পড়ুয়ার আকস্মিক দুর্ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন

Last Updated:

Accident:মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু খড়গপুর আইআইটিতে গবেষণারত ছাত্রের৷ গত শনিবার রাত্রে ট্রেনের ধাক্কায় আহত হয়েছিলেন খড়গপুর আইআইটিতে গবেষণারত ছাত্র ভাট্টরাম শ্রাবণ কুমার

ট্রেনের ধাক্কায় খড়গপুর আইআইটি গবেষকের মর্মান্তিক মৃত্যু, ভিনরাজ্যের পড়ুয়ার আকস্মিক দুর্ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন
ট্রেনের ধাক্কায় খড়গপুর আইআইটি গবেষকের মর্মান্তিক মৃত্যু, ভিনরাজ্যের পড়ুয়ার আকস্মিক দুর্ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন
খড়্গপুর: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু খড়গপুর আইআইটিতে গবেষণারত ছাত্রের৷ গত শনিবার রাত্রে ট্রেনের ধাক্কায় আহত হয়েছিলেন খড়গপুর আইআইটিতে গবেষণারত ছাত্র ভাট্টরাম শ্রাবণ কুমার৷ দু’দিন ধরে চিকিৎসা চললেও শেষপর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি৷ জানা গিয়েছে মৃত ছাত্রের বাড়ি অন্ধ্রপ্রদেশে৷
সূত্রের খবর, শনিবার রাত্রে ট্রেনের ধাক্কায় আহত হয়েছিলেন খড়গপুর আইআইটিতে গবেষণারত ছাত্র ভাট্টরাম শ্রাবণ কুমার৷ তাঁকে সেদিনই তড়িঘড়ি রেল লাইনের ট্রাক থেকে তুলে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷ এরপর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়৷ চিকিৎসা চলাকালীনই রবিবার রাত্রি ১১ টা নাগাদ আইআইটি খড়্গপুরের ছাত্রের মৃত্যু হয়। জানা গিয়েছে ছাত্রের বাড়ি তিরুপতির চিত্তুরের অন্ধ্রপ্রদেশে৷
advertisement
advertisement
প্রসঙ্গত, নরেন্দ্রপুর এলাকায় ঘটেছে আরও দুটি মর্মান্তিক দুর্ঘটনা৷ দুটি আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত মোট ৩৷ প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে উচ্ছেপোতা এলাকায়। কসবার বাসিন্দা প্রভাস অধিকারী (৪৩) বাইকে করে যাওয়ার সময় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কার ফলে তিনি বাইক থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ভোররাতে খেয়াদহ বাজার এলাকায়। স্থানীয় সূত্রে খবর, স্পোর্টস বাইক নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল দুই যুবক। খেয়াদহ বাজারের কাছে তারা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে জোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুই যুবক বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: ট্রেনের ধাক্কায় খড়গপুর আইআইটি গবেষকের মর্মান্তিক মৃত্যু, ভিনরাজ্যের পড়ুয়ার আকস্মিক দুর্ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন
Next Article
advertisement
Mamata Banerjee News: চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
  • আজ থেকে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী৷

  • দু দিনের কোচবিহার সফরে মমতা৷

  • ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোচবিহারে জয় পায় তৃণমূল৷

VIEW MORE
advertisement
advertisement